শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

১২২১ জন চিকিৎসক নিয়োগ করল ইএসআইসি দু’মাসে

Posted On: 31 JUL 2024 11:52AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ জুলাই ২০২৪

 

উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে গত দু’মাসে এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ১,২২১ জন চিকিৎসককে নিয়োগ করেছে। এঁদের মধ্যে ৮৬০ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, ৩৩০ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ৩১ জন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিযুক্ত হয়েছেন।

ইউপিএসসি নার্স নিয়োগের জন্য ইতোমধ্যেই পরীক্ষা নিয়েছে। এই প্রক্রিয়ায় ১,৯৩০ জন নিয়োগপত্র পাবেন। 

ইউপিএসসি, ইলেক্ট্রিক্যাল বিভাগে ২০ জন এবং সিভিল বিভাগে ৫৭ জনকে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগের জন্য ইএসআইসি-কে সুপারিশ করেছে। সুপারিশক্রমে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের এ মাসেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 

কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের অধীনে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স স্কিম চালু রয়েছে। ১৯৪৮ সালের আইন অনুযায়ী, বীমাকৃত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য এর মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রদান করা হয়। ইএসআই-এর দেশজুড়ে বিভিন্ন হাসপাতাল এবং ডিসপেন্সরি থেকে এই সুবিধাগুলি পাওয়া যায়। 
 

PG/CB/DM



(Release ID: 2039602) Visitor Counter : 20