রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

‘দরবার হল’ এবং ‘অশোক হল’-এর নাম পরিবর্তন করে যথাক্রমে ‘গণতন্ত্র মণ্ডপ’ ও ‘অশোক মণ্ডপ’ রাখা হয়েছে

प्रविष्टि तिथि: 25 JUL 2024 2:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ জুলাই, ২০২৪


ভারতের রাষ্ট্রপতির নিবাস ও কার্যালয় রাষ্ট্রপতি ভবন দেশের জনগণের কাছে এক অনন্য ঐতিহ্য। জনগণের কাছে এটি আরও সহজে উপলব্ধ করতে অবিরাম চেষ্টা চালানো হচ্ছে। ভারতীয় মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি ভবনের অন্দরমহল সাজিয়ে তোলার কাজ চলছে। 

সেই মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের দুটি গুরুত্বপূর্ণ হল-এর নাম পরিবর্তন করেছেন। ‘দরবার হল’ এবং ‘অশোক হল’-এর নাম পরিবর্তন করে যথাক্রমে ‘গণতন্ত্র মণ্ডপ’ ও ‘অশোক মণ্ডপ’ রাখা হয়েছে।

‘দরবার হল’-এ জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচির আয়োজন হয়। দরবার কথাটির অর্থ সমাবেশ। ভারতীয় শাসক ও ব্রিটিশদের সঙ্গে যা জড়িয়ে রয়েছে। ভারত স্বাধীন হওয়ার পর এর গুরুত্ব হারিয়েছে। তাই প্রাচীনকাল থেকে ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা গণতন্ত্রের কথা মাথায় রেখে এই হলের নাম বদলে করা হল ‘গণতন্ত্র মণ্ডপ’। 

‘অশোক হল’-টি বাস্তবে একটি বল রুম। অশোক শব্দটির অর্থ এমন কাউকে বোঝায় যিনি সমস্ত অসুবিধা থেকে মুক্ত। পাশাপাশি অশোক কথাটি সম্রাট অশোকের সঙ্গে জড়িত। একতা এবং শান্তির সহাবস্থানের প্রতীক হিসেবে পরিচিত সম্রাট অশোক। ভারতের জাতীয় স্তম্ভ হল সিংহ, যা সারনাথে সম্রাট অশোকের রাজধানীর প্রতীক। এই শব্দটি অশোক গাছের সঙ্গেও যুক্ত, যা ভারতের কলা-সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে। ‘অশোক হল’-এর নাম বদলে ‘অশোক মণ্ডপ’ করায় অশোক শব্দটির মূল অর্থের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হল। 

 

PG/PM/AS


(रिलीज़ आईडी: 2037079) आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , हिन्दी , Hindi_MP , Gujarati , Telugu , Urdu , Odia , Tamil