আদিবাসীবিষয়কমন্ত্রক
২০২৩-২৪ –এর তুলনায় আদিবাসী বিষয়ক মন্ত্রকের বাজেট বরাদ্দ ৭৩.৬ শতাংশ বেড়ে হলো প্রায় ১৩,০০০ কোটি টাকা
প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানের ঘোষণা: ৬৩,০০০ গ্রামের ৫ কোটি আদিবাসী মানুষকে এর আওতায় আনার লক্ষ্য
Posted On:
24 JUL 2024 1:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ জুলাই, ২০২৪
কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫-এ আদিবাসী বিষয়ক মন্ত্রকের জন্য সার্বিক আর্থিক বরাদ্দের পরিমাণ প্রায় ১৩,০০০ কোটি টাকা, যা গত বছরের সংশোধিত অনুমানের থেকে ৭৩.৬ শতাংশ বেশি।
প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান
আদিবাসী সম্প্রদায়গুলির আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান চালু করার ঐতিহাসিক ঘোষণা করেছেন। এর আওতায় আদিবাসী প্রধান এলাকা ও উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলির ৬৩,০০০ গ্রামের ৫ কোটি আদিবাসীকে আনার পরিকল্পনা করা হয়েছে।
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী জুয়েল ওরাঁও এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, সুসমন্বিত আর্থসামাজিক বিকাশ, পরিকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা সৃষ্টির মধ্য দিয়ে সরকার যে দেশজুড়ে আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ, এ তারই নিদর্শন।
আদিবাসী উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক আদিবাসী সংক্রান্ত যাবতীয় সরকারি নীতি, পরিকল্পনা ও কর্মসূচির সমন্বায়ক মন্ত্রক হিসেবে কাজ করে। অন্যান্য কেন্দ্রীয় সরকারি মন্ত্রক, রাজ্য সরকারগুলি এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি আদিবাসী উন্নয়নের লক্ষ্যে কোনো পদক্ষেপ নিলে সেগুলির সমর্থন ও সহায়তায়ও এগিয়ে আসে এই মন্ত্রক। এই কাজ যাতে সহজে করা যায় সেজন্য মন্ত্রকের বাজেট বরাদ্দ ধারাবাহিকভাবে বাড়ানো হয়েছে। ২০১৪-১৫ সালে যেখানে মন্ত্রকের বাজেট বরাদ্দ ছিল ৪,৪৯৭.৯৬ কোটি টাকা সেখানে ২০২৪-২৫ সালে তা বেড়ে হয়েছে ১৩,০০০ কোটি টাকা। বৃদ্ধির হার প্রায় ১৮৯.০২ শতাংশ।
আদিবাসী উপ-পরিকল্পনা (টিএসপি) বর্তমানে তপশিলি জাতি উন্নয়ন কর্মপরিকল্পনা (ডিএপিএসটি) নামে পরিচিত। এর আওতায় আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলসেচ, সড়ক, আবাসন, বিদ্যুৎ সংযোগ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন প্রভৃতির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ৪২টি মন্ত্রক/দপ্তর প্রতি বছর তাদের বাজেট বরাদ্দের ৪.৩ থেকে ১৭.৫ শতাংশ এই খাতে দান করে। সংগৃহীত তহবিল থেকে অর্থ বরাদ্দের পরিমাণ ২০১৩-১৪ সালের তুলনায় প্রায় ৫.৮ গুণ বেড়েছে। ২০১৩-১৪ সালে এর পরিমাণ ছিল ২১,৫২৫.৩৬ কোটি (আসল খরচ) ২০২৪-২৫ সালে এই তহবিল থেকে ১,২৪,৯০৮ কোটি টাকা খরচ হবে বলে বাজেটে অনুমান করা হয়েছে।
সরকারের লক্ষ্য হল আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নসাধন, যাতে তাঁরা দেশের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে একসারিতে এসে দাঁড়াতে পারেন। ২০২৪-২৫ সালে কেন্দ্রীয় প্রকল্পগুলির মধ্যে একলব্য আবাসিক মডেল স্কুল বাবদ ৬,৩৯৯ কোটি, আদিবাসীদের কল্যাণে কাজ করছে এমন স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সাহায্যের জন্য ১৬০ কোটি, আদিবাসীদের জন্য উদ্যোগ মূলধন তহবিল বাবদ ৩০ কোটি, প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশন বাবদ ১৫২.৩২ কোটি, আদিবাসী গবেষণা, তথ্য, শিক্ষা, সংযোগ এবং ঘটনা বাবদ ৩২ কোটি, আদিবাসী পড়ুয়াদের উচ্চ শিক্ষার বৃত্তি বাবদ ১৬৫ কোটি, জাতীয় বিদেশ মেধাবৃত্তি বাবদ ৬ কোটি, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযান বাবদ ২৫ কোটি এবং উত্তর পূর্বাঞ্চলের আদিবাসী পণ্যের প্রসারে ১০৭.৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
PG/SD/SKD
(Release ID: 2036754)
Visitor Counter : 90