বিদ্যুৎমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর পরিদর্শন করলেন

ভবিষ্যৎ বিকাশের পরিকল্পনা রূপায়ণে অর্থ সংগ্রহের জন্য ডিভিসি-কে ইক্যুইটি বাজারের সাহায্য নেওয়ার পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর।

Posted On: 17 JUL 2024 2:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ জুলাই, ২০২৪

 

কেন্দ্রীয় বিদ্যুৎ এবং আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রী মনোহর লাল আজ কলকাতায় দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-র সদর দপ্তর পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের পর সদর দপ্তরে এটি তাঁর প্রথম পরিদর্শন। কেন্দ্রীয় মন্ত্রী ডিভিসি-র কাজকর্ম খতিয়ে দেখেন এবং ডিভিসি-র সামনে থাকা চ্যালেঞ্জ এবং আর্থিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন। দেশের জ্বালানি সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিভিসি-র বিকাশ ও অগ্রগতি অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেন শ্রী মনোহর লাল। বিভিন্ন সমস্যার সমাধানে ডিভিসি-কে পূর্ণ সহায়তাদানের আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী। 

মন্ত্রী ডিভিসি-র মোট উৎপাদনে পুনর্নবীকরণযোগ্য শক্তির অংশ আরও বাড়িয়ে তোলা এবং কাজকর্মে আরও দক্ষতা আনার ওপর জোর দেন। ভবিষ্যৎ বিকাশের পরিকল্পনা রূপায়ণে অর্থ সংগ্রহের জন্য ডিভিসি-কে ইক্যুইটি বাজারের সাহায্য নেওয়ার পরামর্শ দেন তিনি। 

মন্ত্রীর এই দিশা নির্দেশ ও সমর্থনের জন্য ডিভিসি-র পরিচালন বিভাগ তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

PG/SD/DM



(Release ID: 2033920) Visitor Counter : 34