জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে লাইটহাউজ পর্যটনকে উৎসাহ দিতে বিভিন্ন প্রকল্প তৈরি করা হচ্ছে : শ্রী সর্বানন্দ সোনোয়াল

২০২৪-এর এপ্রিল ও জুন মাসের মধ্যে দেশে ৫ লক্ষ পর্যটক লাইটহাউজ সফর করেছেন : শ্রী সোনোয়াল

Posted On: 11 JUL 2024 2:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জুলাই ২০২৪

 

বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল দেশের লাইটহাউজ পর্যটনকে উৎসাহ দিতে বিভিন্ন প্রকল্প তৈরি করতে কেরালার ভিজহিনিজাম-এ লাইটহাউজ পর্যটন বিষয়ক একটি বৈঠকে পৌরোহিত্য করেন। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক ভারত সরকারের মন্ত্রকের আওতায় লাইটহাউজ এবং লাইটশিপ ডায়রেক্টর জেনারেল এই বৈঠকের আয়োজন করেছিল।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টিতে নির্মিত এই পর্যটন শিল্পে ২০২৪-এর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ৫ লক্ষের বেশি পর্যটক সফর করেছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল। বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে এই পর্যটন ক্ষেত্রগুলি উন্নত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় সরকার লাইটহাউজ পর্যটন প্রসারে বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান শ্রী সোনোয়াল। তিনি বলেন, “ভারতের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান আমাদের সংস্কৃতি ও সামাজিক রীতিনীতির সঙ্গে ইতিহাসের মেলবন্ধন ঘটানোর এক বিশেষ সুযোগ করে দেয়। সমুদ্রে পথ নির্দেশনার পাশাপাশি, লাইটহাউজগুলি অন্যতম পর্যটন ক্ষেত্রও হয়ে উঠছে।” কেন্দ্রীয় সরকার এই লাইটহাউজগুলিকে সমুদ্র ঐতিহ্যের অন্যতম প্রতীক হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এবং পর্যটনস্থল হিসেবে এর প্রসারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং উপকূলবর্তী এলাকায় ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে লাইটহাউজগুলি বিশেষ ভূমিকা পালন করবে। বিশেষ আলো ও শব্দ ব্যবহারে উপস্থাপনা পর্যটকদের আকৃষ্ট করবে বলে মনে করা হচ্ছে। ভিজহিনিজাম লাইটহাউজটিকে এভাবেই পর্যটকদের জন্য সাজানো হয়েছে। 

পর্যটকদের সুবিধার্থে লাইটহাউজগুলিকে কৌশলগতভাবে সাজিয়ে তোলা হচ্ছে। এ বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৫টি লাইটহাউজকে পর্যটনের সুবিধা সহ জাতির উদ্দেশে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’-এর ৭৫তম পর্বে এই লাইটহাউজগুলিকে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করেছিলেন।

এই বৈঠকে যোগ দেন কেরালার পর্যটন মন্ত্রী অ্যাডভোকেট পি এম মহম্মদ রিয়াজ সহ অন্যান্যরা। পর্যটকদের অভিজ্ঞতা যেন সুমধুর হয়, সেজন্য ভিজহিনিজাম লাইটহাউজে বিভিন্ন সুযোগ-সুবিধা গড়ে তোলা হয়েছে। চেন্নাই-আলেপ্পি, কুন্নুর, থাঙ্গাসেরাই, কেরালার ভয়াপ্পিন এবং ওড়িশার চন্দ্রভাগায় লাইটহাউজগুলিকে পর্যটকদের জন্য সাজানো হচ্ছে। এছাড়াও, সমুদ্র অঞ্চলে ২০৪৭-এর ‘অমৃতকাল ভিশন’-এর দিকে নজর রেখে লাইটহাউজগুলিকে উন্নত করা হচ্ছে। পাশাপাশি, স্থানীয় অর্থনীতির বিকাশ ও সাংস্কৃতিক আদান-প্রদান বাড়ানোর বিষয়টিতেও জোর দেওয়া হচ্ছে।

PG/PM/DM


(Release ID: 2032684) Visitor Counter : 44