যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

সম্প্রচার ও কেবল পরিষেবা নিয়ন্ত্রণে ট্রাই-এর সংশোধনী

Posted On: 08 JUL 2024 7:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ জুলাই, ২০২৪ 

 

ভারতের টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ট্রাই) আজ টেলিকম (সম্প্রচার ও কেবল) পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু সংশোধনী এনেছে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে প্রয়োজনীয় সুপারিশ পাঠিয়েছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নিয়ন্ত্রণ বিধি কার্যকর হবে। কেবল টিভির ক্ষেত্রে পুরোপুরি ডিজিটাইজেশনের লক্ষ্যে ২০১৭ সালের ৩ মার্চ সম্প্রচার ও কেবল পরিষেবায় নিয়ন্ত্রণ কাঠামোয় পরিবর্তন এনেছিল ট্রাই। ২০২০ এবং ২০২২ সালে সম্প্রচার ব্যবস্থায় আরও পরিবর্তন আনা হয়। 

এর সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ, যেমন – সম্প্রচারকারী, এমএসও, ডিটিএইচ অপারেটর এবং এলসিও-গুলি বিভিন্ন সময়ে বেশ কিছু বিষয় নিয়ে বিবেচনার আবেদন জানিয়েছিল। ২০২৩ সালের ৮ অগাস্ট সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে এ বিষয়ে মতামত চাওয়া হয়। এর মধ্যে রয়েছে – নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি (এনসিএফ), টিভি চ্যানেলগুলির জন্য ডিস্ট্রিবিউটরদের ধার্য করা ফি, বিলের সময়সীমা প্রভৃতি। 


এই সংশোধনীর উল্লেখযোগ্য দিকগুলি হ’ল – 

নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি – এর উপর ২০০টি চ্যানেলের জন্য ১৩০ টাকা এবং ২০০-র বেশি চ্যানেলের জন্য ১৬০ টাকার যে সীমা ছিল, তা তুলে দেওয়া হয়েছে। চ্যানেলের সংখ্যা,  এলাকা, গ্রাহকদের শ্রেণী বিচার করে পরিষেবা প্রদানকারীরা এখন নিজেরাই চার্জ ধার্য করতে পারবেন। স্বচ্ছতা বজায় রাখতে এই চার্জের হার বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে এবং গ্রাহককে তা জানাতে হবে। 

ডিপিও-রা এখন থেকে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারবেন। আগে এই হার ছিল ১৫ শতাংশ। 


ছোট ছোট ডিপিও-দের জন্য কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে। শুল্ক এবং অন্যান্য সমস্ত চার্জ পরিষেবা প্রদানকারীদের তাঁদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সেইসঙ্গে, গ্রাহকদের অবশ্যই তা জানাতে হবে। 

কোনও চ্যানেলের অনুমতি দেওয়ার আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রক সম্প্রচারকারীদের কাছ থেকে সেই চ্যানেলের ভাষা ও অন্যান্য তথ্য চাইতে পারে। বিভিন্ন পক্ষ ট্রাই-এর কাছে একগুচ্ছ পরামর্শ পাঠিয়েছে, যেগুলি নিয়ে শীঘ্রই আলোচনা হবে। 

যে কোনও ধরনের ব্যাখ্যা বা তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে ট্রাই-এর পরামর্শদাতা (বি অ্যান্ড সিএস) দীপক শর্মার সঙ্গে। ই-মেল: advbce-2@trai.gov.in এবং টেলিফোন নম্বর - +91-11-2090774.  


PG/MP/SB



(Release ID: 2031813) Visitor Counter : 29