ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
রবি শস্য বিপণন মরশুম ২০২৪-২৫-এ ২৬৬ লক্ষ মেট্রিক টন (এলএমটি) গম সংগ্রহ ভারতের খাদ্য নিগমের
২০২৪-২৫ মরশুমে ২২ লক্ষের বেশি কৃষক উপকৃত, ন্যূনতম সহায়ক মূল্যে তাঁদের ৬১ লক্ষ কোটি টাকা প্রদান
Posted On:
03 JUL 2024 6:29PM by PIB Kolkata
নতুন দিল্লি ৩ জুলাই ২০২৪
রবি শস্য বিপণন মরশুম ২০২৪-২৫ বর্ষে ভারতের খাদ্য নিগম ২৬৬ লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ করেছে। গত বছর এই সংগ্রহের পরিমাণ ছিল ২৬২ লক্ষ মেট্রিক টন। এই গম কেনার ফলে ২০২৪-২৫ রবি শস্য মরশুমে ২২ লক্ষের বেশি কৃষক উপকৃত হয়েছেন। ন্যূনতম সহায়ক মূল্যে গম ক্রয় করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রায় ৬১ লক্ষ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে।
সাধারণত প্রতি বছরের ১ এপ্রিল থেকে গম সংগ্রহের কাজ শুরু হয়ে থাকে। তবে, কৃষকদরে সুবিধার কথা ভেবে এ বছর ১৫ দিন আগে থেকেই এই সংগ্রহের কাজ শুরু করেছিল দেশের অধিকাংশ রাজ্য।
২০২২-২৩ বর্ষে গম সংগ্রহের পরিমাণ ছিল ১৮৮ লক্ষ মেট্রিক টন। উত্তরপ্রদেশ এবং রাজস্থানে গম সংগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। উত্তরপ্রদেশে গম সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৯.৩১ লক্ষ মেট্রিক টন, গত বছর যা ছিল ২.২০ লক্ষ মেট্রিক টন। অন্যদিকে, রাজস্থানে এই গম সংগ্রহের পরিমাণ গত বছরের ৪.৩৮ এলএমটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২.০৬ লক্ষ মেট্রিক টন।
২০২৪-২৫ বর্ষে কুইন্টাল পিছু ভারত সরকার গমের ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করেছে ২,২৭৫ টাকা। ২০২৩-২৪ খরিফ বিপণন মরশুমে কেন্দ্রীয় পুলে ধানের সংগ্রহ ৭৭৫ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গিয়েছে, যার মাধ্যমে উপকৃত হয়েছেন ১ কোটির বেশি কৃষক। ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ১.৭৪ লক্ষ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। এঁদের অধিকাংশই প্রান্তিক চাষী।
ধানের সংগ্রহ বৃদ্ধির ফলে বর্তমানে কেন্দ্রীয় পুলে চালের মজুত ৪৯০ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গিয়েছে। বছরে প্রায় ৪০০ এলএমটি চালের প্রয়োজন হয়ে থাকে।
PG/MP/CS
(Release ID: 2030734)
Visitor Counter : 72