আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

পশ্চিমবঙ্গে নগর স্বচ্ছতা পরিকাঠামো উন্নয়নে এসবিএম-ইউ-এর দ্বিতীয় পর্যায়ে ৮৬০.৩৫ কোটি টাকা অনুমোদন

Posted On: 27 JUN 2024 6:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুন, ২০২৪ 

 

এসবিএম-ইউ-এর দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের জন্য ৮৬০.৩৫ কোটি টাকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক। এসবিএম-ইউ প্রকল্পের প্রথম পর্যায়ে (২০১৪-১৯) পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছিল ৯১১.৩৪ কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে (২০২১-২৬) তা দেড় গুণ বাড়িয়ে করা হয় ১৪৪৯.৩০ কোটি টাকা। 

বর্জ্য ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে চলেছে এই মন্ত্রক। পশ্চিমবঙ্গে এখন ১১৮টি বর্জ্য ফেলার জায়গা রয়েছে। এর মধ্যে প্রধান জায়গাটি হ’ল, কলকাতা পুরসভার অধীন ধাপা। এটি ১৯৮৭ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। 

পশ্চিমবঙ্গে এখন পুরসভাগুলিতে প্রতিদিন জমা হওয়া কঠিন বর্জ্যের পরিমাণ প্রায় ৪০৪৬ টন। এই বিপুল পরিমাণ বর্জ্য পরিবেশ-বান্ধব পদ্ধতিতে কাজে লাগানোর জন্য প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে – কম্প্রেসড বায়োগ্যাস প্রকল্পও। রাজ্য সরকারের লক্ষ্য হ’ল – ২০২৬ সালের মধ্যে প্ল্যান্ট তৈরি করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া গড়ে তোলা। 

PG/MP/SB



(Release ID: 2029447) Visitor Counter : 9