রাষ্ট্রপতিরসচিবালয়
পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইন্সটিটিউট ফর পার্সনস্ উইথ ফিজিক্যাল ডিসেবিলিটিজ পরিদর্শনে গেলেন ভারতের রাষ্ট্রপতি
Posted On:
20 JUN 2024 1:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ জুন, ২০২৪
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইন্সটিটিউট ফর পার্সনস্ উইথ ফিজিক্যাল ডিসেবিলিটিজ পরিদর্শনে গেলেন। সেখানে দিব্যাঙ্গ শিশু ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান তিনি। তাঁদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, দিব্যাঙ্গ জনদের প্রতি সমাজের সংবেদনশীলতা একটি দেশের বিকাশের অন্যতম সূচক। এই বিষয়টি আমাদের সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। দিব্যাঙ্গ জনদের প্রতি সমাজ সংবেদনশীল হলে তাঁদের কাছে কোনও বাধাই বাধা নয়। এরা বর্তমানে প্রতিটি ক্ষেত্রে যেভাবে নিজেদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখছেন, তা অতুলনীয়। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি দীপা মালিক, অরুণিমা সিনহা ও অবনী লেখারার মতো ক্রীড়া ব্যক্তিত্ব এবং কে এস রঞ্জনার মতো সমাজ কর্মীর কথাও উল্লেখ করেন।
পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইন্সটিটিউট ফর পার্সনস্ উইথ ফিজিক্যাল ডিসেবিলিটিজ যেভাবে শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষের ক্ষমতায়নে কাজ করছে, তার ভুয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি।
PG/AC/SB
(Release ID: 2027162)
Visitor Counter : 85