কৃষিমন্ত্রক
কৃষি সখী
Posted On:
18 JUN 2024 10:27AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে ৩০,০০০-এরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে কৃষি সখী শংসাপত্র বিতরণ করবেন। কৃষিক্ষেত্রে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান অনুধাবন করে গ্রামীণ মহিলাদের দক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে ২০২৩ সালের ৩০ অগাস্ট কেন্দ্রীয় কৃষি মন্ত্রক ও গ্রামোন্নয়ন মন্ত্রকের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল। এই সমঝোতাপত্রের আওতায় কৃষি সখী কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আসুন, কৃষি সখী সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক :
১. কৃষি সখী কর্মসূচি কী?
‘লাখপতি দিদি’ কর্মসূচির আওতায় দেশে যে ৩ কোটি লাখপতি দিদি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, তারই একটি অঙ্গ হল কৃষি সখী। এই কর্মসূচিতে গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের ক্ষমতায়নের মাধ্যমে কৃষি সখীতে রূপান্তরিত করা হচ্ছে।
২. কৃষি সখীদের কেন কৃষি ক্ষেত্রের সম্প্রসারিত কর্মী হিসেবে বেছে নেওয়া হয়েছে?
এর কারণ হল, এঁরা নিজেরা অভিজ্ঞ কৃষক এবং পর্যাপ্ত জ্ঞানের অধিকারী। কৃষক সম্প্রদায়ের গভীরে তাঁদের শিকড় নিহিত থাকায় তাঁরা সর্বত্র সম্মানের পাত্র।
৩. কৃষি সখীদের কী ধরণের প্রশিক্ষণ দেওয়া হয়?
কৃষি সখীদের ৫৬ দিন ধরে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলি হল :
১. জমি তৈরি থেকে ফসল কাটা পর্যন্ত কৃষির পরিবেশগত অনুশীলন
২. চাষের ক্ষেতে হাতে-কলমে শিক্ষা
৩. বীজ ব্যাঙ্ক- প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা
৪. মাটির স্বাস্থ্য, মাটি ও আর্দ্রতা সংরক্ষণের অনুশীলন
৫. সংযুক্ত কৃষি ব্যবস্থা
৬. প্রাণী সম্পদ ব্যবস্থাপনার মূলগত শিক্ষা
৭. জৈব উপাদান প্রস্তুত ও ব্যবহার এবং জৈব উপাদানের দোকান স্থাপন
৮. যোগাযোগ স্থাপনের দক্ষতা
এই কৃষি সখীরা বর্তমানে MANAGE-এর তত্ত্বাবধানে DAY-NRLM সংস্থার থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। বিশেষ জোর দেওয়া হচ্ছে প্রাকৃতিক কৃষি এবং সয়েল হেল্থ কার্ডের ওপর।
৪. প্রশিক্ষণের পরে কৃষি সখীরা কেমন ধরণের কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন?
প্রশিক্ষণের পর কৃষি সখীদের একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা প্যারা এক্সটেনশন কর্মীর শংসা্পত্র পাবেন। এর ফলে তাঁরা কৃষি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে নির্দিষ্ট সাম্মানিকের বিনিময়ে কাজ করতে পারবেন।
ক্রমিক সংখ্যা
|
বিভাগের নাম
|
কাজ
|
কৃষি সখী পিছু বার্ষিক সাম্মানিক
|
১
|
আইএনএম বিভাগ : মাটির স্বাস্থ্য ও MOVCDNER
|
মাটির নমুনা সংগ্রহ, মাটির স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ, কৃষক উৎপাদক সংস্থার গঠন, কৃষকদের প্রশিক্ষণ
|
মাটির স্বাস্থ্য= ১,৩০০ টাকা MOVCDNER= ৫৪,০০০ টাকা। (কেবলমাত্র উত্তরপূর্বের জন্য)
|
২
|
শস্য বিভাগ
|
ক্লাস্টার প্রদর্শন, কৃষি মানচিত্রের জন্য তথ্য সংগ্রহ ও আপলোড করা
|
১০,০০০ টাকা
|
৩
|
শস্য বিমা বিভাগ: প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা
|
ঋণ গ্রহণ করেননি এমন কৃষকদের সংগঠিত করা, ক্ষতির হিসাব করা
|
২০,০০০ টাকা
|
৪
|
MIDH বিভাগ
|
উদ্যান পালন মিশন নিয়ে সচেতনতা সৃষ্টি
|
ব্লক পিছু ৪০,০০০ টাকা। অর্থের বন্টন স্থির করবে রাজ্য
|
৫
|
NRN বিভাগ : বৃষ্টির জল সেবিত এলাকা উন্নয়ন, কৃষি বনসৃজন, পার ড্রপ মোর ক্রপ
|
জলবায়ু উপযোগী কৃষি ব্যবস্থার প্রশিক্ষণ, চারা বন্টন, ক্ষুদ্র সেচ
|
১২,০০০ টাকা
|
৬
|
কৃষি পরিকাঠামো তহবিল
|
প্রকল্পের প্রসার, প্রকল্পে সাহায্য, সচেতনতা সৃষ্টি
|
৫,০০০ টাকা
|
৭
|
বীজ বিভাগ : বীজ গ্রাম কর্মসূচি
|
বীজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ
|
ন্যূনতম ৯০০ টাকা। স্থানীয় এলাকার কৃষি সখীদের চাহিদা মতো অতিরিক্ত অর্থ
|
৮
|
M&T বিভাগ : কৃষি যান্ত্রিকতা সাবমিশন
|
প্রদর্শন, তথ্য ও ছবি সংগ্রহ এবং কৃষি ম্যাপার অ্যাপে আপলোডের জন্য তিন বার পরিদর্শন
|
১০,০০০ টাকা
|
৯
|
তৈলবীজ বিভাগ : ভোজ্য তেল/তৈল বীজ জাতীয় মিশন
|
প্রদর্শন, তথ্য ও ছবি সংগ্রহ এবং কৃষি ম্যাপার অ্যাপে আপলোডের জন্য তিন বার পরিদর্শন
|
৩,০০০ টাকা
|
১০
|
উদ্ভিদ সুরক্ষা : NPS
|
শস্যের অবস্থা সম্পর্কিত তথ্য, NPSS-এর মাধ্যমে কীটপতঙ্গের ওপর নজরদারি, ছবি সংগ্রহ, ছবি আপলোড
|
১,০০০ টাকা
|
১১
|
ঋণ বিভাগ : KCC
|
সংযোগ স্থাপন, KCC আবেদনে সহায়তা, ঋণ সংযোগ
|
৫,০০০ টাকা
|
কৃষি সখীরা গড়ে প্রতি বছর ৬০,০০০-৮০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন।
৫. এ পর্যন্ত কতজন কৃষি সখী শংসাপত্র পেয়েছেন?
এ পর্যন্ত ৭০,০০০-এর মধ্যে ৩৪,০০০ জন কৃষি সখী শংসাপত্র পেয়েছেন।
৬. কোন কোন রাজ্যে কৃষি সখী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে?
গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ এবং মেঘালয়- এই ১২টি রাজ্যে প্রথম পর্যায়ে কৃষি সখী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
৭. MOVCDNER প্রকল্পের আওতায় কৃষকদের সাহায্য করে কৃষি সখীরা কীভাবে জীবিকা অর্জন করছেন?
৩০ জন কৃষি সখী স্থানীয় রিসোর্স পার্সন হিসেবে কাজ করছেন। তাঁরা প্রতি মাসে চাষের ক্ষেত পরিদর্শন করে কৃষকরা কোন কোন ধরনের সমস্যার মুখে পড়ছেন, সেই খবর নেন। কৃষকদের মধ্যে আলোচনা এবং তাঁদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কৃষি সখীদের উদ্যোগে কৃষকদের ছোট ছোট দল গড়ে তোলা হয়েছে। এঁরা প্রতি সপ্তাহে একবার করে মুখোমুখি আলোচনায় বসেন। কৃষকদের সমস্যা, কৃষক উৎপাদক সমিতির কাজকর্ম, বিপণনের গতি প্রকৃতি নিয়ে কথা হয়। প্রস্তুত করা হয় কৃষকদের ডায়েরিও। এজন্য কৃষি সখীরা প্রতি মাসে ৪,৫০০ টাকা করে পান।
PG/SD/NS
(Release ID: 2026364)
Visitor Counter : 98