প্রতিরক্ষামন্ত্রক

২০২৪ – এর সাধারণ নির্বাচনে ভারতীয় বিমানবাহিনীর ভূমিকা

Posted On: 12 JUN 2024 1:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জুন, ২০২৪ 

 

ভারতীয় বিমানবাহিনী যুদ্ধ ও শান্তি – উভয় সময়ই পরিবহণ সংক্রান্ত নানা কাজে যুক্ত থাকে। শান্তির সময়কালে বিমানবাহিনীর সদস্যরা বিমানগুলির রক্ষণা-বেক্ষণ করা ছাড়াও দেশীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন মহড়ায় যোগদান করেন। ভারতীয় বিমানবাহিনী নাগরিকদের সুবিধার্থে বিভিন্ন সময়ে অগ্রণী ভূমিকা পালন করে। ২০২৪ সালের সাধারণ নির্বাচন চলাকালীন বিমানবাহিনীর মাঝারি ওজনের হেলিকপ্টার – এমআই১৭ প্রকারের , লঘু ওজনের হেলিকপ্টার – চেতক এবং দেশীয় প্রযুক্তিতে নির্মিত উন্নত মানের লঘু ওজনের হেলিকপ্টার ধ্রুব’কে নানা কাজে ব্যবহার করা হয়েছে। 
পূর্ববর্তী সাধারণ নির্বাচনগুলির মতো এবারেও ভারতের নির্বাচন কমিশন বিমানবাহিনীর হেলিকপ্টারগুলির সাহায্যে বৈদ্যুতিন ভোট গ্রহণ যন্ত্র বিভিন্ন স্থানে পাঠিয়েছে। নিরাপত্তাজনিত কারণে যেসব প্রত্যন্ত অঞ্চলে সড়কপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ, সেখানে ভারতীয় বিমানবাহিনী পরিবহণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। নির্বাচনের দু’দিন আগে প্রত্যন্ত অঞ্চলগুলিতে নির্বাচনী আধিকারিকদের বিমানবাহিনীর সহায়তায় পাঠানো হয়েছে। নির্বাচনের পর তাঁরা বাহিনীর হেলিকপ্টারে ফিরে এসেছেন। 
২০২৪ সালের সাধারণ নির্বাচনের ৭টি পর্যায়ের মধ্যে ৫টি পর্বে ভারতীয় বিমানবাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিমানবাহিনীর হেলিকপ্টারগুলিকে ১ হাজার ঘন্টায় ১ হাজার ৭৫০বার কাজে লাগানো হয়েছে। নিরাপত্তা, জলবায়ু, সড়ক পরিবহণ সহ বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিবেচনা করে ভারতীয় নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিমানবাহিনীর হেলিকপ্টারগুলিকে কাজে লাগিয়েছে। সুষ্ঠুভাবে সাধারণ নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সেনাবাহিনী ও বিএসএফ – এর হেলিকপ্টারগুলির ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। 

PG/CB/SB



(Release ID: 2024734) Visitor Counter : 23