নীতিআয়োগ
azadi ka amrit mahotsav

অটল ইনোভেশন মিশন, নীতি আয়োগ সূচনা করল এআইএম – আইসিডিকে ওয়াটার চ্যালেঞ্জ ৪.০ এবং ইনোভেশন ফর ইউ – ভারতের এসডিজি উদ্যোগের

Posted On: 10 JUN 2024 4:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২৪ 

 

অটল ইনোভেশন মিশন, নীতি আয়োগ (এআইএম) উদ্ভাবনা এবং ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে দুটি যুগান্তকারী উদ্যোগের সূচনা করেছে। এগুলি হ’ল - এআইএম – আইসিডিকে ওয়াটার চ্যালেঞ্জ ৪.০ এবং ইনোভেশন ফর ইউ – ভারতের এসডিজি উদ্যোগ।
ইনোভেশন সেন্টার ডেনমার্ক (আইসিডিকে) – এর সহযোগিতায় ভারতে ডেনমার্কের দূতাবাসে এআইএম জল সমস্যা সমাধানে উদ্ভাবনামূলক উদ্যোগের প্রসারে চতুর্থ পর্যায়ের কার্যক্রমের খুঁটিনাটি তুলে ধরল। এই বিষয়টি পরিবেশ সংরক্ষণের প্রশ্নে ভারত – ডেনমার্ক দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় পড়ে। এর আওতায় নির্বাচিত কয়েকটি গোষ্ঠী ৯টি দেশে (ভারত, ডেনমার্ক, ঘানা, কেনিয়া, কোরিয়া, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া এবং মেক্সিকো)-এ নবীন প্রজন্মের উদ্ভাবনমুখী মানুষজনের সঙ্গে মতবিনিময় এবং অংশীদারিত্বে সামিল হবে। 
এই কর্মসূচির লক্ষ্য হ’ল – ধারাবাহিক উন্নয়ন, ডিজিটাল সমাধান, অন্তর্ভুক্তিমূলক বিকাশ এবং প্রয়োজনীয় জ্ঞাতব্য তথ্যের আদান-প্রদান। কোপেনহেগেনে ডেনমার্ক সরকারের অর্থানুকূল্যে এ বছর ৩০ ও ৩১ অক্টোবর হতে চলা ডিজিটাল প্রযুক্তি শিখর সম্মেলনে এই কর্মসূচিতে সামিল সদস্যরা নিজেদের উদ্ভাবনার নিদর্শন তুলে ধরবেন। 
গোটা বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে দুটি ক্ষেত্র ধরে। একটিতে অংশ নেবেন শিক্ষার্থীরা এবং অন্যটিতে নবীন উদ্যোগপতিরা। অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের নীচে। যেসব নতুন স্টার্টআপ পরিচালক কিংবা গবেষক পরিবেশ রক্ষার প্রশ্নে দায়বদ্ধ, তাঁদের এই কর্মসূচিতে যোগ দিতে আমন্ত্রণ জানানো হচ্ছে। শিক্ষার্থীরা মূলত জোর দেবেন সমাজগত প্রভাবে ডিজিটাল পন্থা প্রয়োগের উপর। নবীন উদ্যোগপতিদের ক্ষেত্র হ’ল – স্টার্টআপ – এ ভারতীয় প্রযুক্তির প্রয়োগ এবং বিশ্ব অংশীদারিত্ব গড়ে তোলা। 
এই কর্মসূচির সূচনা অনুষ্ঠানে এআইএম নীতি আয়োগের মিশন ডিরেক্টর ডঃ চিন্তন বৈষ্ণব বলেন, ভারত সরকারের এই উদ্যোগ ধারাবাহিক উন্নয়ন ও উদ্ভাবনার প্রশ্নে দায়বদ্ধতার প্রমাণ। 
ডেনমার্কের দূতাবাসের তরফে মিনিস্টার কাউন্সেলর তথা নতুন দিল্লির বাণিজ্য পরিষদের প্রধান সোরেন নরেলান্ট ক্যানিক মারকোয়ার্ডসেন বলেন, ভারত ও ডেনমার্কের মধ্যে দক্ষতার বিকাশ ও ধারাবাহিক উন্নয়নের প্রশ্নে অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ এক বড় পদক্ষেপ। 
আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে ১০ জুন, ২০২৪ তারিখ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুন, ২০২৪। বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন - https://aim.gov.in/ICDK-water-innovation-challenge-4.php
আইসিডিকে-র পাশাপাশি, অটল ইনোভেশন মিশন ‘ইনোভেশনস্‌ ফর ইউ’র পঞ্চম সংস্করণও প্রকাশ করল। এই পুস্তিকায় ধারাবাহিক উন্নয়নসমূহ লক্ষ্য অর্জনে ভারতীয় উদ্যোগপতিদের কর্মকান্ড তুলে ধরা হয়েছে। বর্তমান সংস্করণে রয়েছে ৬০ জন উদ্যোগপতির কথা। এই বইটি পড়তে এই লিঙ্কে ক্লিক করুন - https://aim.gov.in/pdf/sdg-coffee-table-book.pdf 
 
PG/AC/SB


(Release ID: 2023796) Visitor Counter : 61