স্বরাষ্ট্র মন্ত্রক

নাগরিকত্ব (সংশোধনী) বিধি ২০২৪-এর অধীনে পশ্চিমবঙ্গে নাগরিকত্বের শংসাপত্র প্রদানের প্রক্রিয়া শুরু

Posted On: 29 MAY 2024 7:50PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৯  মে ২০২৪

 

নাগরিকত্ব (সংশোধনী) বিধি ২০২৪-এর অধীনে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব শংসাপত্র প্রদানের প্রক্রিয়া আজ শুরু হয়ে গেল। এই রাজ্য থেকে পাওয়া নাগরিকত্বের আবেদনের ভিত্তিতে প্রথম সেটটি আজ অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গের জন্য নিযুক্ত ক্ষমতাপ্রাপ্ত কমিটি।

একইভাবে হরিয়ানা এবং উত্তরাখণ্ড থেকে পাওয়া নাগরিকত্বের আবেদনের প্রথম সেটটি আজ অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের ক্ষমতাপ্রাপ্ত কমিটি। 

দিল্লিতে সর্বপ্রথম নাগরিকত্বের আবেদনের অনুমোদন দেওয়া হয়েছিল।

ভারত সরকার এ বছরের ১১ মার্চ নাগরিত্ব (সংশোধনী) বিধি ২০২৪ কার্যকর করার ক্ষেত্রে প্রথম বিজ্ঞপ্তি জারি করেছিল। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ৩১.১২.২০১৪ তারিখের আগে ভারতে আসা ব্যক্তিদের আবেদনপত্র যাচাই করে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে।

PG/MP/NS



(Release ID: 2022146) Visitor Counter : 85