যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

৬.৮০ লক্ষ সন্দেহজনক মোবাইল সংযোগ চিহ্নিত করল টেলিযোগাযোগ দপ্তর

Posted On: 23 MAY 2024 6:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ মে, ২০২৪ 

 

ভারতের টেলিযোগাযোগ দপ্তর ৬.৮০ লক্ষ সন্দেহজনক মোবাইল সংযোগ চিহ্নিত করেছে। অবৈধ, অস্তিত্বহীন বা ভুয়ো পরিচয়পত্র ও ঠিকানা ব্যবহার করে এই মোবাইল সংযোগগুলি নেওয়া হয়েছে বলে মনে করছে টেলিযোগাযোগ দপ্তর। 


এই মোবাইল নম্বরগুলি পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ দপ্তর। ৬০ দিনের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ৬০ দিনের মধ্যে এই যাচাইয়ের কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলির সংযোগ বাতিল হয়ে যাবে। 

এইসব ভুয়ো মোবাইল সংযোগ চিহ্নিত করার জন্য এআই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। মোবাইল সংযোগ এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থায় সুরক্ষা প্রদানের লক্ষ্যেই টেলিযোগাযোগ দপ্তরের এই উদ্যোগ। 

PG/MP/SB


(Release ID: 2021457) Visitor Counter : 68