নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

২০২৪-এর সাধারণ নির্বাচনের পঞ্চম পর্বে ভোটের হার ৬২.২ শতাংশ

Posted On: 23 MAY 2024 2:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ মে, ২০২৪

 

২০২৪-এর সাধারণ নির্বাচনের পঞ্চম পর্বে ৪৯টি লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৬২.২ শতাংশ। পুরুষদের ভোটদানের হার ৬১.৪৮ শতাংশ, মহিলাদের ৬৩ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের ২১.৯৬ শতাংশ। ওড়িশার কান্ধামাল কেন্দ্রের দুটি ভোটকেন্দ্রে আজ পুনরায় ভোট নেওয়া হয়েছে। অতএব ভোটের হার কিছু পরিবর্তিত হতে পারে। পঞ্চম পর্বে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, ৭৮.৪৫ শতাংশ। পুরুষদের ভোটদানের ৭৮.৪৮ শতাংশ, মহিলাদের ভোটদানের ৭৮.৪৩ শতাংশ, অন্যদের ভোটদানের হার ৩৮.২২ শতাংশ। আরামবাগ কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পড়েছে। ভোটের হার ৮২.৬২ শতাংশ।  পুরুষদের ভোটের হার ৮১.২৭ শতাংশ, মহিলাদের ৮৪ শতাংশ এবং অন্যদের ভোটের হার ২৮.৫৭ শতাংশ।  বনগাঁয় মোট ভোটের হার ৮১.০৪ শতাংশ। পুরুষদের ভোটের হার ৮০.০২ শতাংশ, মহিলা ৮২.১০ শতাংশ এবং অন্যদের ভোটের হার ৪৯.৩০ শতাংশ। ব্যারাকপুর মোট ভোটের হার ৭৫.৪১ শতাংশ। পুরুষ ৭৬.৭২ শতাংশ, মহিলা, ৭৪.০৬ শতাংশ এবং অন্যরা ৪৪.৪৪ শতাংশ।  হুগলির মোট ভোটের হার ৮১.৩৮ শতাংশ। পুরুষদের ভোটের হার ৮১.২৯ শতাংশ, মহিলাদের ভোটের হার ৮১.৪৭ শতাংশ এবং অন্যদের ৩৯.০৬ শতাংশ।  হাওড়ায় মোট ভোটের হার ৭১.৭৩ শতাংশ। পুরুষদের ভোটের হার ৭৩.৪৭ শতাংশ, মহিলাদের ৬৯.৮৯ শতাংশ এবং অন্যদের ২৩.০৮ শতাংশ। শ্রীরামপুর মোট ভোটের হার ৭৬.৪৪ শতাংশ।  পুরুষদের ভোটের হার ৭৬.৭৮ শতাংশ, মহিলাদের ৭৬.১০ শতাংশ এবং অন্যরা ৩৭.২৫ শতাংশ। উলুবেড়িয়া মোট ভোটের হার ৭৯.৭৮ শতাংশ। পুরুষদের ভোটের হার ৭৯.৪৪ শতাংশ, মহিলাদের ভোটের হার ৮০.১৩ শতাংশ এবং অন্যরা ৩৩.৩৩ শতাংশ। আগামী ২৫ মে, ২০২৪-এ ষষ্ঠ পর্বে ৫৮টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় ভোটদাতার সংখ্যা ১৭ লক্ষ ৮০ হাজার ৫৮০, বিষ্ণুপুরে ১৭ লক্ষ ৫৪ হাজার ২৬৮, ঘাটালে ১৯ লক্ষ ৩৯ হাজার ৯৪৫, ঝাড়গ্রামে ১৭ লক্ষ ৭৯ হাজার ৭৯৪, কাঁথি ১৭ লক্ষ ৯৪ হাজার ৫৩৭, মেদিনীপুর ১৮ লক্ষ ১১ হাজার ২৪৩, পুরুলিয়া ১৮ লক্ষ ২৩ হাজার ১২০ এবং তমলুক ১৮ লক্ষ ৫০ হাজার ৭৪১।

 

PG/AP/DM


(Release ID: 2021430) Visitor Counter : 388