রাষ্ট্রপতিরসচিবালয়
বুদ্ধ পূর্ণিমার প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা
Posted On:
22 MAY 2024 5:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ মে, ২০২৪
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বুদ্ধ পূর্ণিমার প্রাক্কালে তাঁর বার্তায় বলেছেন –
“বুদ্ধ পূর্ণিমার শুভক্ষণে আমি দেশবাসী এবং বিশ্বে ছড়িয়ে থাকা ভগবান বুদ্ধের অনুগামীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সহমর্মিতার মূর্ত প্রতীক ভগবান বুদ্ধ সত্য, অহিংসা, সম্প্রীতি, মানবতা এবং সমস্ত জীবের জন্য ভালোবাসার বার্তা দিয়েছেন। ভগবান বুদ্ধ বলেছিলেন, ‘অপ্প দীপো ভব’ অর্থাৎ নিজেকে আলোকিত করো। তাঁর সহনশীলতার শিক্ষা, আত্মসচেতনতা এবং সদাচরণ আমাদের মানবতার সেবায় অনুপ্রাণিত করে। তাঁর আটটি পথ একটি অর্থবহ জীবন চলার পথকে প্রশস্ত করে।
আসুন আমরা সামাজিক সম্প্রীতি দৃঢ় করি এবং ভগবান বুদ্ধের আদর্শকে আমাদের জীবনে পাথেয় করে দেশ গঠনের অঙ্গীকার করি।”
রাষ্ট্রপতির বার্তাটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/may/doc2024522337801.pdf
PG/SS/SKD
(Release ID: 2021389)
Visitor Counter : 53