প্রতিরক্ষামন্ত্রক

বেঙ্গালুরু বায়ুসেনা কম্যান্ড হাসপাতালে ভারতীয় বায়ুসেনার সর্ব প্রথম আপৎকালীন চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন বায়ুসেনা প্রধান

Posted On: 22 MAY 2024 2:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ মে, ২০২৪

 

দেশে ভারতীয় বায়ুসেনা কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের জরুরি চিকিৎসা পরিষেবায় বিশেষজ্ঞদের পরামর্শ এবং যথাযথ তদারকির জন্য ২১ মে, ২০২৪ তারিখে বেঙ্গালুরু বায়ুসেনা কম্যান্ড হাসপাতালে আপৎকালীন চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ব্যবস্থাপনা (ইএমআরএস)-র উদ্বোধন করেছেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী।

ইএমআরএস হলো দেশে ভারতীয় বায়ুসেনা কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের পরিষেবাদানের জন্য ২৪x৭ টেলিফোনিক মেডিকেল হেল্ফলাইন। এই ব্যবস্থাপনার লক্ষ্য দেশের যে কোনো জায়গায় আপৎকালীন পরিস্থিতির সম্মুখীন হয়ে ফোন করা ব্যক্তিকে চিকিৎসক এবং প্যারামেডিকেল বিশেষজ্ঞদের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দান এবং ভারতীয় বায়ুসেনার নিকটবর্তী চিকিৎসা সুবিধা কেন্দ্রের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া। এই সুবিধা আপৎকালীন পরিস্থিতিতে উচ্চমানের স্বাস্থ্য পরিষেবাদানের জন্য প্রযুক্তিকে যুক্ত করার প্রতি ভারতীয় বায়ুসেনার প্রতিশ্রুতি পূরণের প্রতীক। ইএমআআরএস-এর একমাত্র লক্ষ্যই হলো মূল্যবান জীবন রক্ষা করা।

অনুষ্ঠানে বায়ুসেনা প্রধান এই ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। তিনি ইএমআরএস-এর গুরুত্ব তুলে ধরে জানান, এই উদ্যোগ ভারতীয় বায়ুসেনার জন্য শুধুমাত্র একটি মাইলফলকই নয়, বরং আপৎকালীন পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের মাধ্যমে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

 

PG/SS/SKD



(Release ID: 2021388) Visitor Counter : 26