প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

“অগ্নিবীররা কেবল সৈনিক নয়, নেতা, উদ্ভাবক এবং দেশের সার্বভৌমত্বের রক্ষক” বললেন সিডিএস জেনারেল অনিল চৌহান

Posted On: 20 MAY 2024 5:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মে, ২০২৪

 

চিফ অফ ডেফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান বলেছেন, “অগ্নিবীররা কেবল সৈনিক নয়, নেতা, উদ্ভাবক এবং দেশের সার্বভৌমত্বের রক্ষক”। বেলাগাভিতে ২০ মে মারাঠা রেজিমেন্টাল সেন্টার এবং এয়ারম্যান ট্রেনিং স্কুলে প্রশিক্ষণরত অগ্নিবীরদের সঙ্গে তিনি কথা বলেন। 

সামরিক পরিষেবার মহৎ উদ্দেশ্য এবং সামরিক পরিকাঠামোর মূল ভূমিকা প্রসঙ্গে বলতে গিয়ে সশস্ত্র বাহিনীকে বেছে নেওয়ার জন্য অগ্নিবীরদের প্রশংসা করেন তিনি। মারাঠা রেজিমেন্টাল সেন্টারে সিডিএস বলেন, দেশের প্রতি অসাধারণ দায়িত্ব পালনে এটা তাঁদের কাছে এক সাক্ষ্য স্বরূপ হয়ে থাকবে।

ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে কাজ করতে গিয়ে সেনাদের এবং তাঁদের পরিবারের জীবনে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা স্বীকার করে নিয়ে জেনারেল চৌহান বলেন, যাবতীয় চ্যালেঞ্জ সত্ত্বেও অগ্নিবীরদের যাত্রপথ অত্যন্ত ফলপ্রসূ হয়ে উঠবে। এতে তাঁদের যেমন ব্যক্তিগত বিকাশের পথ প্রশস্ত হবে, তার পাশাপাশি দেশ সেবার এক অনন্ত গর্ব অনুভব করবেন তাঁরা। 

বর্তমান সময়কালে রণকৌশলের বদলে যাওয়া চরিত্রের বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে সিডিএস বলেন, আগামীদিনের যুদ্ধের জটিলতা এবং অপ্রত্যাশিত চরিত্রের মধ্যে যুক্ত হবে সাইবার যুদ্ধ, কৃত্রিম মেধা এবং অপ্রতিসম হুমকি। এগুলি রণক্ষেত্রের অভিন্ন অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় সাধন এবং ক্রমাগত তা থেকে শিক্ষা লাভ করতে পারলে তা চলার পথে সহায়ক হয়ে উঠবে। এছাড়াও সাম্প্রতিকতম প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে যুদ্ধ ক্ষেত্রে উদ্ভাবনীমূলক চিন্তার ক্ষেত্রে তা বিশেষ সহায়ক হয়ে দেখা দেবে। 

বেলাগাভিতে এটিএস সফরে তিনি ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর বায়ুদের প্রশিক্ষণ কলাকৌশল প্রত্যক্ষ করতে প্রশিক্ষণ কেন্দ্রটিও ঘুরে দেখেন সিডিএস। সেখানে তিনি অগ্নিবীর বায়ু প্রশিক্ষণরত তৃতীয় ব্যাচের সঙ্গে কথা বলেন। ২০২২-এ সেনা মন্ত্রালয় দ্বারা নিয়োগ পদ্ধতি মাফিক এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি প্রশিক্ষণের ওপর জোর দিয়ে বলেন, প্রযুক্তিগত প্রশিক্ষণে দক্ষ সৈনিক ভবিষ্যৎ যুদ্ধের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা নিতে পারে। 

প্রশিক্ষণরতদের তিনি বলেন, সারা জীবন ধরে আমাদের শিখতে হবে। তার কারণ, প্রতি মুহুর্তেই দক্ষতা বিকাশের প্রয়োজন রয়েছে। প্রযুক্তি নিবিড় রণকৌশলের সঙ্গে খাপ খাইয়ে নিতে এর কোনো বিকল্প নেই বলেও তিনি জানান। প্রশিক্ষণরতদের তিনি বলেন, পেশাগত দক্ষতা অর্জনের ক্ষেত্রে শারীরিক দক্ষতার পাশাপাশি শৃঙ্খলা, কাজের প্রতি সততা বজায় রাখতে হবে। 

এটিএস-এ এবং মারাঠা রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণদাতাদের প্রশংসা করে তিনি বলেন, এই জাতীয় প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম, তার কারণ দেশে সামরিক দক্ষতা বিকাশের পথে তা কার্যকর ভূমিকা নেবে। 

    


PG/AB/NS


(Release ID: 2021256) Visitor Counter : 63