পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        এপ্রিল, ২০২৪ - এ খুচরো মুদ্রাস্ফীতির হার কমে ৪.৮৩ শতাংশ 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                13 MAY 2024 5:30PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ১৩ মে, ২০২৪ 
 
এপ্রিল, ২০২৪-এ সারা ভারতে উপভোক্তা মূল্য সূচক (সিপিআই) কমে দাঁড়িয়েছে ৪.৮৩ শতাংশ (অস্থায়ী)। গ্রাম ও শহরাঞ্চলে যথাক্রমে এই হার দাঁড়িয়েছে ৫.৪৩ শতাংশ এবং ৪.১১ শতাংশ। 
২০২৪-এর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে সিপিআই ছিল যথাক্রমে – ৫.১০, ৫.০৯ এবং ৪.৮৫ শতাংশ। 
৫টি শীর্ষ গ্রুপের মধ্যে জামাকাপড় ও জুতো, আবাসন, জ্বালানি ও বৈদ্যুতিক আলোর খুচরো মূল্য সূচক গত মাস থেকে কমেছে। 
PG/MP/SB
                
                
                
                
                
                (Release ID: 2020509)
                Visitor Counter : 247