বিদ্যুৎমন্ত্রক

নরওয়ে-র সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে ভাসমান সৌরশক্তি প্রযুক্তি রূপায়ন করবে এনএইচপিসি লিমিটেড

Posted On: 30 APR 2024 12:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২৪

 

ভারতে ভাসমান সৌরশক্তি প্রযুক্তি রূপায়নে জলবিদ্যুৎ উৎপাদনের বৃহত্তম সংস্থা এনএইচপিসি লিমিটেড নরওয়ে-র সংস্থা মেসার্স ওশ্যন সান-এর সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। নরওয়ে-র এই সংস্থাটি ভাসমান সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তি সহায়তা প্রদান করে থাকে। সমঝোতাপত্র অনুযায়ী, এনএইচপিসি এবং ওশ্যন সান ভাসমান সৌরশক্তি উৎপাদনের মূল এলাকাগুলিকে চিহ্নিত করবে। এনএইচপিসি চিহ্নিত এলাকায় হাইড্রো-ইলেক্ট্রিক মেমব্রেন নির্ভর প্যানেল স্থাপন করা হবে। 

এনএইচপিসি-র পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতার অতিরিক্ত সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এই চুক্তিকে একটি সমন্বিত প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। এটি কেবলমাত্র জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই সীমিত থাকবে না, বরং সৌর, বায়ু ও গ্রিন হাইড্রোজেন শক্তি উৎপাদন প্রকল্পের মতো বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রও প্রসারিত হবে।

এই সমঝোতাপত্রটি ২৯ এপ্রিল, ২০২৪ তারিখে হাইব্রিড মোডে স্বাক্ষরিত হয়। এনএইচপিসি-র পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং গ্রিন হাইড্রোজেন ক্ষেত্রের একজিকিউটিভ ডিরেক্টর শ্রী ভি আর শ্রীবাস্তব এবং ওশ্যন সান-এর সিইও শ্রী ক্রিস্টিয়ান তোভোল্ড ছাড়াও ভারতে নরওয়ে-র রাষ্ট্রদূত শ্রীমতী মে-এলিন স্টেনার, এনএইচপিসি-র কারিগরি অধিকর্তা শ্রী রাজকুমার চৌধুরি ও কৌশলগত ব্যবসা উন্নয়ন ও কনসালটেন্সি ক্ষেত্রের একজিকিউটিভ ডায়রেক্টর শ্রী রজত গুপ্ত নতুন দিল্লির নরওয়ে-র দূতাবাস থেকে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও, নরওয়ে-তে ভারতের রাষ্ট্রদূত ডঃ অ্যাকুইনো ভিমল অসলো থেকে এই অনুষ্ঠানে অংশ নেন।

 PG/AB/DM



(Release ID: 2019165) Visitor Counter : 40