বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

বসুন্ধরা দিবস উদযাপন উপলক্ষে সিএসআইআর-এর সদর কার্যালয়ে ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি বসানো হল

Posted On: 23 APR 2024 8:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ এপ্রিল, ২০২৪

 

বসুন্ধরা দিবস উদযাপন উপলক্ষে নতুন দিল্লির রফি মার্গে সিএসআইআর-এর সদর দপ্তরে আজ ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি স্থাপন করেছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্টিয়াল রিসার্চ (সিএসআইআর)। এর মূল উদ্দেশ্য হল, জলবায়ু পরিবর্তন এবং এর কুপ্রভাব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। 

এই উপলক্ষে বম্বে আইআইটি-র অধ্যাপক এবং এনার্জি স্বরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেতন সিং সোলাঙ্কি বলেন, দেশের প্রত্যেকটি নাগরিকের বিদ্যুৎ সম্পর্কে জানা উচিত। তিনি আরও বলেন, বিদ্যুতের ব্যবহার যতটা সম্ভব কম করার ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। 

অনুষ্ঠানে ভাষণ দেন ভূ-বিজ্ঞান মন্ত্রকের প্রাক্তন সচিব এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজের অধিকর্তা ডঃ শৈলেশ নায়েক। সিএসআইআর-এর মহানির্দেশক ডঃ এন কলাইসেলভি বলেন, বসুন্ধরা দিবস পরিবেশ রক্ষার ব্যাপারে আমাদের সতর্ক করে দেয়। সিএসআইআর-এর বেশিরভাগ গবেষণাগারেই এই জলবায়ু ঘড়ি বসানো হয়েছে।  


PG/MP/AS


(Release ID: 2019155) Visitor Counter : 46