বিদ্যুৎমন্ত্রক
১৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে
২০৩১-৩২ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪২ গিগাওয়াট থেকে ক্ষমতা থেকে বাড়িয়ে ৬৭ গিগাওয়াট করা হবে
২০২৪-২৫ অর্থবর্ষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভালো বর্ষা হবে, এর ফলে সংরক্ষিত জলস্তর বাড়বে
Posted On:
05 APR 2024 7:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ এপ্রিল, ২০২৪
দেশে ১৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। ২০৩১-৩২ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪২ গিগাওয়াট থেকে বাড়িয়ে ৬৭ গিগাওয়াট করা হবে।
ভারতীয় আবহাওয়া দপ্তর চলতি অর্থবর্ষে ভালো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলি মূলত বরফ গলা জল থেকে প্রয়োজনীয় জল সংরক্ষণ করে। তাপমাত্রা বাড়লে বরফ গলার পরিমানও বাড়বে।
দেশের পাম্প চালিত সংরক্ষণ করা প্রকল্প উন্নয়নের কাজ চলছে। স্বচ্ছ ও শক্তি ব্যবস্থাপনার জন্য যা বিশেষ জরুরি।
২০২৩-২৪ অর্থবর্ষে আগের বছরের তুলনায় জল বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হয়েছে। দক্ষিণাঞ্চলে মোট উৎপাদনের ২২ শতাংশ তৈরি হয়েছে। দেশে ২০২৩-২৪-এ মূলত বৃষ্টিপাত কম হওয়ায় জল বিদ্যুৎ উৎপাদন কম হয়। হিমাচল প্রদেশে ২০২৩ সালের জুলাই মাসে হড়পা বান আসায় বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের কাজ ব্যাহত হয়। এছাড়া ২০২৩-এর অক্টোবরে পূর্বাঞ্চলে বেশ কিছু জল বিদ্যুৎ প্রকল্পের কাজ ব্যাহত হয়।
২০১৮ সাল থেকে বৃষ্টিপাতের পরিমান কম হতে থাকায় বেশ কিছু সংরক্ষণ কেন্দ্রে জলস্তর নেমে গেছে। সরকার যথাযথভাবে এর কারণ খতিয়ে দেখছে।
আবহাওয়া দপ্তর ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে ভালো বর্ষার পূর্বাভাস দিয়েছে। বৃষ্টি বেশি হলে জলাধারগুলিতে জলস্তরের পরিমান বাড়বে। তৈরি হবে বেশি পরিমান বিদ্যুৎ।
জল বিদ্যুৎ প্রকল্পে সর্বদাই দেশের শক্তিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যুৎ ব্যবস্থাপনায় গ্রহণযোগ্যতা ও সুস্থিতি বাড়াতে এর বিশেষ ভূমিকা রয়েছে।
জল বিদ্যুৎ প্রকল্প উন্নয়নের কাজ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে ভৌগলিক ও প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত কারণও রয়েছে।
প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী ভারত কার্বন নিঃসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই ধরনের জল বিদ্যুৎ প্রকল্পের সাহায্যে দেশের শক্তি ক্ষেত্রকে আরও মজবুত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলিতে ব্যাপক উন্নতি হয়েছে। ৩০.১১.২০২১ অনুযায়ী দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমান ১৫০.৫৪ গিগাওয়াট। জি২০ দেশগুলির মধ্যে ভারত একমাত্র দেশ যে প্যারিস জলবায়ু চুক্তিতে করা নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেছে। ভারত গ্লাসগো জলবায়ু চুক্তি ২০২৬ যথাযথভাবে মেনে চলছে। পাশাপাশি ভারত ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের পরিমান আরও বাড়ানোর লক্ষ্য নিয়েছে। এর ফলে অজীবাশ্ম জ্বালানী উৎপাদন ক্ষমতা বাড়ানোর দিকে জোর দেওয়া হচ্ছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রেও উৎপাদনের হার বাড়ানো হয়েছে। এর ফলে সার্বিকভাবে ২০১৪-১৫-র তুলনায় ২০২৩-২৪ বর্ষে সর্বভারতীয় সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪২.৯৭ শতাংশ বেড়েছে।
PG/PM/NS
(Release ID: 2019093)
Visitor Counter : 67