প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌবাহিনীর মহিলা আধিকারিকদের নিয়ে ঐতিহাসিক সমুদ্র অভিযানের পরে ফিরেছে আইএনএসভি তারিণী
Posted On:
22 APR 2024 4:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ এপ্রিল, ২০২৪
প্রায় দুই মাস ধরে ঐতিহাসিক সমুদ্র অভিযানের পরে ২১ এপ্রিল ২০২৪-এ গোয়ায় নিজস্ব ঘাঁটিতে ফিরেছে ইন্ডিয়ান ন্যাভাল সেলিং ভেসেল (আইএনএসভি)তারিণী।
ভারতীয় নৌবাহিনীর মহিলা আধিকারিক লেফ্টেন্যান্ট কমোডর দিলনা কে এবং লেফ্টেন্যান্ট কমোডর রূপা এ এই অভিযানে যুক্ত হয়েছিলেন। নৌ চালনায় তাঁদের দুটি হাতই ব্যবহার করতে হয়েছে। ব্যতিক্রমী এই অভিযানে ভারত থেকে তাঁরাই প্রথম এই সাফল্য অর্জন করে ঐতিহাসিক মাইল ফলক ছুঁলেন।
২৮ ফেব্রুয়ারি ২৪-এ গোয়া থেকে এই অভিযানের সূচনা করেছিলেন বিখ্যাত ভূ-পর্যটক এবং তাঁদের পরামর্শদাতা কমোডর অবিলাশ টমি (অবসরপ্রাপ্ত)। ভারত মহাসাগরের নানা আকস্মিক ঘটনার মধ্যে দিয়ে ২২ দিনের সমুদ্র যাত্রার পরে আইএনএসভি তারিণী ২১ মার্চ ২৪-এ পৌঁছায় মরিশাসের পোর্ট লুই-তে। এই ঐতিহাসিক মুহূর্তটি নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। এখানে আধিকারিকরা মরিশাস উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় হাই কমিশনের আধিকারিকদের সঙ্গে আলাপচারিতার সুযোগ পান। সহযোগিতা এবং বন্ধুত্বের প্রতীক স্বরূপ এই জলযানে মরিশাস উপকূল রক্ষী বাহিনী আধিকারিকদের নিয়ে একটি প্রশিক্ষণেরও আয়োজন করা হয়। এতে সমুদ্র পথে যুক্ত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মৈত্রী আরও জোরদার হল।
পোর্ট লুই-তে ব্যস্ততম কর্মসূচির পরে লেফ্টেন্যান্ট কমোডর দিলনা কে এবং লেফ্টেন্যান্ট কমোডর রূপা এ গোয়ায় ফেরার জন্য প্রস্তুত হন। ৩০ মার্চ ২৪-এ প্রত্যাবর্তন শুরু করার পর দুই আধিকারিক প্রবল হাওয়া এবং উত্তাল সমুদ্রের মুখোমুখি হন। কিন্তু তাঁদের অদম্য মনোবল এবং জোরালো সংকল্প আইএনএসভি তারিণীকে নিরাপদে গোয়ায় ফেরত আনলো ২১ এপ্রিল ২৪-এ।
তাঁদের এই সাফল্য লিঙ্গ-সাম্যের প্রসারে এবং সমুদ্রে নানা কাজে মহিলাদের সক্ষম করে তুলতে ভারতীয় নৌবাহিনীর দায়বদ্ধতা প্রমাণ করে। অভিযান চলাকালীন বিভিন্ন সমস্যার মোকাবিলা করে আধিকারিকরা প্রমাণ করেছেন তাঁদের ব্যতিক্রমী নৌ চালনা কৌশল এবং দৃঢ়তা। তুলে ধরেছেন রোমাঞ্চকর অভিযানের উপযোগী মনোভাব।
এই দুই আধিকারিক এখন তাঁদের পরবর্তী বিশাল সমুদ্র যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। এ বছরের সেপ্টেম্বরে আইএনএসভি তারিণীকে নিয়ে তাঁরা বিশ্ব পরিক্রমায় বেরোবেন।
এই উল্লেখযোগ্য সাফল্য বিশেষ করে ভারতীয় নৌবাহিনীর মহিলা আধিকারিকদের শুধু প্রেরণা দেবে তাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শন করবে, যাতে সমুদ্রে যে কোনো রকম রোমাঞ্চকর অভিযানের মোকাবিলা তাঁরা করতে পারেন।
আইএনএসভি তারিণীকে সাদর অভ্যর্থনা জানালেন আইএনএসভি মাণ্ডবীর বোট পুলে আইএনএস মাণ্ডবীর কম্যান্ডিং অফিসার এবং উত্তর গোয়ার নৌ ঘাঁটির কম্যান্ডার। উপস্থিত ছিলেন নৌবাহিনীর আধিকারিক এবং তাঁদের পরিবার-পরিজন যা ভারতীয় নৌবাহিনীর ঐক্যবদ্ধ সাফল্য এবং বন্ধুত্বের প্রতীক।
PG/AP/NS
(Release ID: 2018479)
Visitor Counter : 67