ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

“দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর মরশুমে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে”, বললেন ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব

Posted On: 15 APR 2024 6:37PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৫ এপ্রিল, ২০২৪

 

ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব ডঃ এম রবিচন্দ্রন আজ সংবাদমাধ্যমকে বলেছেন, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর মরশুমে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘লং পিরিয়ড অ্যাভারেজ’ (দীর্ঘ সময়ের তুলনায় গড় বৃষ্টিপাত)-এর তুলনায় ১০৬ শতাংশ বৃষ্টি হবে। এই হিসেবের ৫ শতাংশ হেরফের হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

ডঃ রবিচন্দ্রন বলেন, উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ বাদ দিলে দেশের বেশিরভাগ অঞ্চলেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। 

ভালো বৃষ্টিপাতের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রশান্ত মহাসাগরে জলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি (এন নিনো পরিস্থিতি) থাকলেও, এখন তা বদলাতে শুরু করেছে। বর্ষার মাঝামাঝি সময়ে সেখানকার জলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হবে, যার ফলে ভারতে ভালো বর্ষণের সম্ভাবনা রয়েছে। 

ভারতের আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ভারত মহাসাগর অঞ্চলে ভালো বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলেন, ভারতে বৃষ্টিপাতের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের তাপমাত্রাজনিত পরিস্থিতির বিশেষ প্রভাব রয়েছে। বর্ষার আগমন এবং ভারতের কোন কোন অঞ্চলে কী পরিমাণ বৃষ্টি হবে, মে মাসের শেষ সপ্তাহে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করা হবে বলে জানিয়েছেন ডঃ মহাপাত্র।

    


PG/MP/NS


(Release ID: 2018025) Visitor Counter : 123