প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরডিও এবং ভারতীয় সেনা সম্পূর্ণ দেশজ পদ্ধতিতে তৈরি মানুষের বহনযোগ্য ট্যাঙ্ক প্রতিরোধী গাইডেড মিসাইল অস্ত্র পদ্ধতির সফল পরীক্ষা করেছে

Posted On: 14 APR 2024 10:38AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ এপ্রিল, ২০২৪ 

 

মানুষের বহনযোগ্য ট্যাঙ্ক প্রতিরোধী গাইডেড মিসাইল (এমপিএটিজিএম) অস্ত্র পদ্ধতি সম্পূর্ণ রূপে দেশজ নক্‌শায় তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করতে বিভিন্ন উচ্চতায় এটিকে পরীক্ষা করা হয়েছে। এই পদ্ধতির মধ্যে রয়েছে – লঞ্চার, টার্গেট অ্যাক্যুইজিশন সিস্টেম এবং ফায়ার কন্ট্রোল ইউনিট। 
১৩ এপ্রিল ২০২৪ তারিখে  সফলভাবে পরীক্ষা করা হ’ল রাজস্থানের পোখরানে। ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রের কার্যকারিতা উল্লেখযোগ্য প্রমাণিত হয়েছে। 
এমপিএটিজিএম – এর ট্যান্ডেম ওয়ারহেড ব্যবস্থার লক্ষ্য ভেদের ক্ষমতারও সফল পরীক্ষা হয়েছে এবং দেখা গেছে এটি আধুনিক অস্ত্রেসস্ত্রে সজ্জিত ট্যাঙ্কের মোকাবিলা করতে সক্ষম। এটির জিএম ব্যবস্থা দিনে-রাতে এবং ওপর থেকে আক্রমণ চালানো যাবে। ট্যাঙ্ক প্রতিরোধী ব্যবস্থা হিসেবে এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা অত্যন্ত মূল্যবান। এরই সঙ্গে প্রযুক্তি তৈরি এবং তার সফল প্রদর্শন সম্পন্ন হয়েছে। এরপর, এটিকে ভারতীয় সেনার অন্তর্ভুক্ত করার আগে চূড়ান্ত মূল্যায়ন করা হবে। 
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং সফল পরীক্ষার জন্য ডিআরডিও এবং ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা অর্জন করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 
প্রতিরক্ষা দপ্তরের সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত-ও অভিনন্দন জানিয়েছেন। 

PG/AP /SB


(Release ID: 2017917) Visitor Counter : 68