বিদ্যুৎমন্ত্রক

গ্রীষ্মকালে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা সামাল দিতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে চালু ও সচল রাখতে সরকারি নির্দেশ

Posted On: 13 APR 2024 10:36AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ এপ্রিল, ২০২৪


গ্রীষ্মের মরশুমে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা মেটাতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলিকে কাজে লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে সর্বোচ্চ মাত্রায় উৎপাদন নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট সবকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকেই নির্দেশ দিয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির কয়েকটি বাণিজ্যিক কারণে সচরাচর ব্যবহার করা হয় না। তবে, গ্রীষ্মকালে অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা সামাল দিতে আগামী ১ মে ২০২৪ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রগুলিকে গ্রাহকদের স্বার্থে সচল রাখা হবে। 

সরকারি ব্যবস্থা অনুযায়ী কত দিন ধরে এই গ্যাস ভিত্তিক বিদ্যুতের প্রয়োজন হবে সেসম্পর্কে গ্রিড ইন্ডিয়ার পক্ষ থেকে সংশ্লিষ্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে জানিয়ে দেওয়া হবে। সরকারি নির্দেশ যাতে যথাযথ ভাবে বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটির চেয়ারপার্সনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক কমিটিও গঠন করা হয়েছে। 

কেন্দ্রীয় বিদ্যুৎ তথা নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী শ্রী আর কে সিং ইতিমধ্যেই এবিষয়ে বেশ কয়েকটি বৈঠকেরও আয়োজন করেছেন। গ্রীষ্মের মরশুমে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা যাতে দক্ষতার সঙ্গে সামাল দেওয়া যায় তা নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দিয়েছেন তিনি। 

গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে সচল রাখার পাশাপাশি অন্যান্য যেসমস্ত ব্যবস্থা সরকার গ্রহণ করেছে তার মধ্যে রয়েছে :
•    বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির রক্ষণাবেক্ষণের কাজ বর্ষাকাল পর্যন্ত পিছিয়ে দেওয়া
•    নতুন ও অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি
•    তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে উৎপাদিত বিদ্যুতের আংশিক ঘাটতি পূরণের চেষ্টা
•    উদ্বৃত্ত বিদ্যুৎকেও কাজে লাগানোর নির্দেশ
•    যে সময় বিদ্যুতের চাহিদা থাকে সর্বোচ্চ মাত্রায় সেই সময় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকেও ব্যবহার করা
•    তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে কয়লার যোগান অব্যাহত রাখতে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

উল্লেখ্য, দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। বিশেষতঃ গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায় সর্বোচ্চ মাত্রায়। ভারতের আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে যে এবছর গ্রীষ্মে দেশের অধিকাংশ স্থানেই তাপমাত্রা বৃদ্ধি পাবে স্বাভাবিকের থেকেও বেশি। এই ধরনের পরিস্থিতির মোকাবিলায় সর্বতো ভাবে প্রস্তুত থাকতে দেশের সবকটি বিদ্যুৎ কেন্দ্রকে চালু ও সচল রাখার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। 

PG/SKD/AS



(Release ID: 2017874) Visitor Counter : 43