রাষ্ট্রপতিরসচিবালয়
ঈদ-উল-ফিতরের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা
Posted On:
10 APR 2024 7:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ এপ্রিল, ২০২৪
ঈদ-উল-ফিতরের প্রাক্কালে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেছেন, “শুভ ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি ভারতে এবং বিদেশে বসবাসরত সমস্ত নাগরিক, বিশেষত আমাদের মুসলিম ভাই ও বোনেদের শুভেচ্ছা জানাই।
পবিত্র রমজান মাসে উপবাসের সমাপ্তি এবং প্রার্থনার পর এই উৎসব উদযাপন করা হয় এবং এটি আমাদের ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা দেয়। এটি একতা, ক্ষমা এবং দানশীলতার উৎসব। ঈদ হল দরিদ্র ও বঞ্চিত মানুষদের সাহায্য করার উৎসব এবং তাঁদের সঙ্গে আমাদের আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব। এই উৎসব শান্তিপূর্ণ জীবনযাপনের পথে আমাদের উদ্বুদ্ধ করে এবং সমাজের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
শুভ ঈদ-উল-ফিতর উপলক্ষে আসুন, আমরা ভালোবাসা, দয়া ও সহমর্মিতার অনুভূতি ছড়িয়ে দিই।”
রাষ্ট্রপতির বার্তা দেখতে এখানে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/apr/doc2024410329401.pdf
PG/MP/DM
(Release ID: 2017691)
Visitor Counter : 65