ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার কার্যালয়
বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের আওতায় বৈদ্যুতিক যানের ব্যাটারির পুনঃপ্রক্রিয়াকরণের স্টার্টআপ পরিমন্ডলের বিকাশে হাত মেলালো ইউরোপীয় ইউনিয়ন ও ভারত
Posted On:
09 APR 2024 5:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ এপ্রিল, ২০২৪
ইউরোপীয় ইউনিয়ন ও ভারত আজ বৈদ্যুতিক যানের ব্যাটারি পুনঃপ্রক্রিয়াকরণ প্রযুক্তি ক্ষেত্রে স্টার্টআপ পরিমন্ডলের প্রসারের লক্ষ্যে একটি ইচ্ছাপত্র তৈরি করেছে। এর ফলে, ক্ষুদ্র ও মাঝারি সংস্থা ও স্টার্টআপ ক্ষেত্রে পরিবেশ-বান্ধব প্রযুক্তির প্রসারে সহযোগিতা বৃদ্ধি পাবে। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপদানের আদান-প্রদানে গতি এনে ভারত ও ইউরোপীয় ইউনিয়নে কার্বন নির্গমন হ্রাসের প্রশ্নেও এই পদক্ষেপ সহায়ক হয়ে উঠবে। এই ব্যবস্থাপনা কাজ করবে নতুন দিল্লিতে ২০২২ সালের ২৫ এপ্রিল তারিখে ঘোষিত ভারত – ইইউ বাণিজ্য ও প্রযুক্তি পরিষদ কাঠামোর আওতায়।
ইচ্ছাপত্র অনুযায়ী, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন দু’তরফ থেকেই ৬টি উদ্ভাবক পক্ষকে বেছে নেওয়া হবে জুন ২০২৪ এ হতে চলা একটি বিশেষ প্রতিযোগিতার জন্য। চূড়ান্ত প্রতিযোগিতার জন্য দু’তরফ থেকেই তিনটি করে পক্ষকে বেছে নেওয়া হবে। এদের ভারত ও ইউরোপীয় ইউনিয়নে সফরের সুযোগও দেওয়া হবে।
উল্লিখিত প্রতিযোগিতা সমারোহের মূল বিষয়গুলি হ’ল – বৈদ্যুতিক যানের ব্যাটারি পুনঃপ্রক্রিয়াকরণে স্টার্টআপ/অতিক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলিকে উৎসাহিত করা এবং পারস্পরিক বাণিজ্যের পথ সুগম করা। প্রতিযোগিতার মঞ্চে ভারতের সংস্থাগুলি সংশ্লিষ্ট ক্ষেত্রে তাদের দক্ষতা প্রদর্শন এবং ইউরোপীয় ইউনিয়নের সমধর্মী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগের সুযোগ পাবে।
এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সময়সীমা শেষ হবে ৩০ এপ্রিল, ২০২৪ তারিখ। এ সম্পর্কে বিশদে জানতে https://www.psa.gov.in/india-eu-ttc#india-eu-ttc-eoi এবং https://www.eeas.europa.eu/delegations/india/eu-india-electrical-vehicle-battery-recycling-technologies-exchange-2024_en- এই দুটি লিঙ্কে ক্লিক করুন।
ভারত – ইইউ বাণিজ্য ও প্রযুক্তি পরিষদ (ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল – টিটিসি) সম্পর্কে:
টিটিসি চালু করার ঘোষণা হয় ২০২২ সালের এপ্রিল মাসে। এটি প্রতিষ্ঠিত হয় ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তারিখে। বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বৃদ্ধির এই মঞ্চের সুবাদে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ২০২২ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১২ হাজার কোটি ইউরো। এর মধ্যে ডিজিটাল পণ্য ও পরিষেবার অবদান ১ হাজার ৭০০ কোটি ইউরো।
PG/AC /SB
(Release ID: 2017601)
Visitor Counter : 83