প্রতিরক্ষামন্ত্রক
নতুন দিল্লিতে অনুষ্ঠিত হল তিন বাহিনীর সম্মেলন ‘পরিবর্তন চিন্তন’
সশস্ত্র বাহিনীতে যৌথ সংস্কৃতির বিকাশের প্রয়োজনীয়তার ওপর জোর সিডিএস জেনারেল অনিল চৌহানের
Posted On:
08 APR 2024 5:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ এপ্রিল ২০২৪
নতুন দিল্লিতে ৮ এপ্রিল ২০২৪ তারিখে তিন বাহিনীর সম্মেলন ‘পরিবর্তন চিন্তন’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন নতুন ভাবনা-চিন্তা, উদ্যোগ এবং সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতীয় সেনাবাহিনীকে ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে যৌথ কাঠামোর ওপর জোর দেওয়া হয়।
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ভারতীয় সশস্ত্র বাহিনীতে যৌথ সংস্কৃতির বিকাশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। প্রতিটি বাহিনীর বিশেষত্বের প্রতি সম্মান জানিয়ে পরম্পরাগত ভাবনা-চিন্তার ক্ষেত্রে নতুন নতুন দৃষ্টিভঙ্গী গ্রহণের ওপর জোর দেন তিনি। সেই সঙ্গে প্রতিটি বাহিনীর নিজস্ব কাঠামো অনুযায়ী সক্ষমতা গড়ে তোলা এবং তাদের সমর-দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিন বাহিনীর এই সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দামান ও নিকোবর কম্যান্ড এবং স্ট্যাটেজিক ফোর্সেস কম্যান্ডের প্রধানগণ, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট এবং মিলিটারি ইন্সটিটিউট অফ টেকনলোজির কম্যান্ড্যান্টরা। সেই সঙ্গে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশনস ডিভিশন, ডিফেন্স স্পেস এজেন্সি, ডিফেন্স সাইবার এজেন্সি এবং ডিফেন্স কমিউনিকেশন এজেন্সির শীর্ষ আধিকারিকরাও।
তিন বাহিনীর আধিকারিকরাও এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। আগামী প্রজন্মের উপযোগী করে সেনাবাহিনীর আধুনিকীকরণ, প্রশিক্ষণ এবং সমন্বয় নিয়ে আলোচনায় অংশ নেন তাঁরা।
চিফ অফ স্টাফ কমিটি লেফটেন্যান্ট জেনারেল জে পি ম্যাথু সমাপ্তি ভাষণ দেন। এই ধরনের মত বিনিময় ভারতীয় সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
PG/MP/AS
(Release ID: 2017545)
Visitor Counter : 87