সংস্কৃতিমন্ত্রক

সঙ্গীত নাটক একাডেমি দেশের ৭টি ভিন্ন ভিন্ন শক্তিপীঠে ৯ থেকে ১৭ এপ্রিল ‘সঙ্গীত ও নৃত্য উৎসব - শক্তি’-র আয়োজন করেছে

Posted On: 09 APR 2024 12:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ এপ্রিল ২০২৪

 

দেশের মন্দির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে সঙ্গীত নাটক একাডেমি পবিত্র নবরাত্রিতে, ‘সঙ্গীত ও নৃত্য উৎসব - শক্তি’-র আয়োজন করেছে। পবিত্র নবরাত্রি শুরু হচ্ছে আজ অর্থাৎ ৯ এপ্রিল থেকে। কলা পর্বের অধীন এই উৎসবের আয়োজন করা হচ্ছে। নবরাত্রি যেহেতু নয় শক্তিস্বরূপিনী দেবীর প্রতীক হিসেবে সূচিত হয়, তাই একাডেমি দেশের ৭টি ভিন্ন ভিন্ন শক্তিপীঠে ৯ থেকে ১৭ এপ্রিল মন্দির ঐতিহ্যকে উদযাপন করতে ‘শক্তি’ শিরোনামে এই উৎসবের আয়োজন করছে। 

আজ ‘শক্তি’ উৎসবের উদ্বোধন হবে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে। এর পর তা আয়োজিত হবে মহারাষ্ট্রের কোলাপুরে মহালক্ষ্মী মন্দির, হিমাচলপ্রদেশের কাংড়ার জ্বালামুখী মন্দির, ত্রিপুরার উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দির, গুজরাটের বনসকাঁথা আম্বাজি মন্দির, ঝাড়খন্ডের দেওঘরের জয় দুর্গা শক্তিপীঠ, মধ্যপ্রদেশের উজ্জয়িনী হরসিদ্ধি মন্দিরে। 

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন সঙ্গীত নাটক একাডেমি একটি স্বশাসিত সংস্থা হিসেবে কাজ করে। দেশের নানা প্রান্তের সঙ্গীত, নৃত্য, নাটক, লোককলা, আদিবাসীকলা এবং অন্য বিভিন্ন কলাশিল্পের সংরক্ষণ, গবেষণা, প্রসার এবং পুনরুজ্জীবনের লক্ষ্যে একাডেমি সক্রিয় ভূমিকা নেয়।
 


PG/AB/AS



(Release ID: 2017539) Visitor Counter : 53