প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ২৭ জন বাংলাদেশী মৎস্যজীবীকে উদ্ধার করে সেদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে

Posted On: 05 APR 2024 6:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ এপ্রিল, ২০২৪ 

 

ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ৪ এপ্রিল দ্রুততার সঙ্গে এক অভিযানে সমুদ্রে মাছ ধরার নৌকায় আটকে পড়া ২৭ জন বাংলাদেশী মৎস্যজীবীকে উদ্ধার করেছে। ৪ তারিখ বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ অমোঘ ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক উপকূল সীমা এলাকায় প্রহরা দেওয়ার সময় ভারতীয় জলসীমায় বাংলাদেশের মাছ ধরা নৌকা সাগর-২’কে দেখতে পায়। আইসিজি-র জাহাজ এই ঘটনার তদন্ত করে জানতে পারে যে, নৌকাটির স্টিয়ারিং গীয়ার নষ্ট হয়ে যাওয়ায় গত দু’দিন ধরে সমুদ্রে আটকে পড়েছে এবং ঢেউ – এর কারণে ভারতীয় জলসীমায় চলে এসেছে। নৌকাটিতে ২৭ জন মৎস্যজীবী ছিলেন। 
ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর কারিগরি দল নৌকা মেরামতির চেষ্টা করে। কিন্তু দেখা যায় র্যা ডারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা সমুদ্রে মেরামত করা সম্ভব নয়। আবহাওয়া ও সমুদ্রের পরিবেশ কোনোটাই অনুকূল না থাকায় নৌকাটিকে ভারত – বাংলাদেশ উপকূল সীমান্ত রেখায় টেনে নিয়ে অন্য একটি বাংলাদেশী উপকূল রক্ষী বাহিনীর জাহাজ বা সেদেশের মাছ ধরার কোনও নৌকাতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মর্মে ভারত ও বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী এই সিদ্ধান্ত। 
কলকাতায় অবস্থিত ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আঞ্চলিক সদর দপ্তর থেকে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে ঘটনা ও তার মোকাবিলায় গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়। এরপর, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনীর জাহাজ কামারুজ্জামান আন্তর্জাতিক সমুদ্র সীমানায় মোতায়েন করা হয়। ভারতের তরফে ২৭ জন বাংলাদেশী মৎস্যজীবী ও তাঁদের নৌকাটিকে হস্তান্তর করা হয়।
এই অভিযান সমুদ্রে জীবন রক্ষায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রতিশ্রুতিবদ্ধতার পরিচায়ক। এই ধরনের সফল তল্লাশি ও উদ্ধার অভিযান প্রতিবেশী দেশের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতাকেও মজবুত করতে সক্ষম হয়। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর মূল উদ্দেশ্য ‘বয়ম রক্ষম’ অর্থাৎ ‘আমরা রক্ষা করি’ যথাযথভাবে এই অভিযানে প্রতিফলিত হয়েছে। 

 

PG/PM /SB


(Release ID: 2017411) Visitor Counter : 55