প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

আর্মি মেডিকেল কোর – এর ২৬০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

Posted On: 04 APR 2024 12:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ এপ্রিল, ২০২৪ 

 

৩ এপ্রিল, ২০২৪ তারিখে আর্মি মেডিকেল কোর তাদের ২৬০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল। ১৭৬৪ সালে তৈরি হওয়া এই কর্মী গোষ্ঠীর মন্ত্র হ’ল - ‘সকলের নিরাময় হোক’। নতুন দিল্লিতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী প্রমুখ। সেখানে সেনাবাহিনীর এই চিকিৎসা শাখার সাফল্যের দিকগুলি তুলে ধরা হয় একটি ভিডিও-র মাধ্যমে।
জন্মলগ্ন থেকেই এই গোষ্ঠীর সদস্যরা সশস্ত্র বাহিনীর কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদেরও সেবায় নিয়োজিত। বিদেশে রাষ্ট্রসংঘের শান্তি রক্ষাবাহিনীর কাজেও নানাভাবে সহায়তা করেছে তারা। ‘সুস্থ ভারত, বিকশিত ভারত’ – এর স্বপ্ন পূরণে আর্মি মেডিকেল কোর – এর বিশেষ ভূমিকা রয়েছে। 

 

PG/AC /SB


(Release ID: 2017410) Visitor Counter : 66