জাহাজচলাচলমন্ত্রক
পারাদ্বীপ বন্দর ২০২৩-২৪ আর্থিক বছরে রেকর্ড সংখ্যক পণ্য পরিবহণ করে ভারতের প্রধান বন্দরগুলিকে ছাপিয়ে গেল
Posted On:
02 APR 2024 10:23AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ এপ্রিল ২০২৪
পারাদ্বীপ বন্দর পণ্য পরিবহণে দেশের মধ্যে নতুন রেকর্ড গড়ল। ২০২৩-২৪ আর্থিক বছরে রেকর্ড সংখ্যক ১৪৫.৩৮ মিলিয়ন মেট্রিক টন পণ্য পরিবহণ করার সুবাদে তা কান্দলার দীনদয়াল বন্দরকে ছাপিয়ে গিয়ে দেশের মধ্যে বৃহত্তম পণ্য পরিবহণকারী বন্দর হিসেবে পরিগণিত হল। ৫৬ বছরের ইতিহাসে এই প্রথম পারাদ্বীপ বন্দর পণ্য পরিবহণে দীনদয়াল বন্দরের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিগত বছরের তুলনায় পারাদ্বীপ বন্দর ১০.০২ মিলিয়ন মেট্রিক টন বেশি পণ্য পরিবহণ করেছে। এই বৃদ্ধির হার ৭.৪ শতাংশ।
এই আর্থিক বছরে পারাদ্বীপ বন্দর উপকূলীয় জাহাজ পরিবহণে এপর্যন্ত সর্বাধিক ৫৯.১৯ মিলিয়ন মেট্রিক টন পণ্য পরিবহণ করেছে। এটা ০.৭৬ মিলিয়ন মেট্রিক টন অতিরিক্ত পণ্য পরিবহণ বৃদ্ধি। বিগত বছরের তুলনায় এই বৃদ্ধির হার ১.৩০ শতাংশ।
এই আর্থিক বছরে পারাদ্বীপ বন্দর এপর্যন্ত সর্বাধিক তাপীয় কয়লা পরিবহণ করেছে, যার পরিমাণ ৪৩.৯৭ মিলিয়ন মেট্রিক টন। এই বৃদ্ধির হার গত বছরের তুলনায় ৪.০২ শতাংশ। এর ফলে, পারাদ্বীপ বন্দর দেশের মধ্যে উপকূলীয় জাহাজ পরিবহণ হাব হিসেবে গড়ে উঠছে।
পারাদ্বীপ বন্দর তার বার্থ উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে। গত আর্থিক বছরে তা ছিল ৩১০৫০ মেট্রিক টন। বর্তমান আর্থিক বছরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৩০১৪ মেট্রিক টন। এই বৃদ্ধির হার ৬.৩৩ শতাংশ। বার্থ উৎপাদনশীলতার বৃদ্ধির নিরিখে পারাদ্বীপ বন্দর দেশের মধ্যে রেকর্ড গড়েছে। ২০২৩-২৪ আর্থিক বছরে পারাদ্বীপ বন্দর ২১,৬৬৫টি রেক বহন করেছে। বিগত আর্থিক বছরের তুলনায় এই বৃদ্ধির হার ৭.৬৫ শতাংশ। ২০২৩-২৪ আর্থিক বছরে পারাদ্বীপ বন্দরে ২,৭১০টি জাহাজ চলাচল করেছে। বিগত আর্থিক বছরের তুলনায় এই বৃদ্ধির হার ১৩.৮২ শতাংশ। এই আর্থিক বছরে পারাদ্বীপ বন্দরে পণ্য পরিবহণ ও পরিকাঠামোগত নানা উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার ফলে বন্দরের পণ্য পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।
আর্থিক ফলাফলের নিরিখে বন্দরের অপারেটিং প্রফিট ২৩০০ কোটি টাকা ছাপিয়ে গেছে। বিগত আর্থিক বছরে তা ছিল ২০৭৪ কোটি টাকা। এই বৃদ্ধির হার ১৪.৩০ শতাংশ। কর প্রদান পূর্ব নিট উদ্বৃত্তের পরিমাণ ১৫৭০ কোটি টাকা ছাপিয়ে গেছে। গতবছর এর পরিমাণ ছিল ১২৯৬ কোটি টাকা। ফলে, বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে ২১.২৬ শতাংশ। কর প্রদান পরবর্তী নিট উদ্বৃত্তের পরিমাণ ১০২০ কোটি টাকা ছাপিয়ে গেছে। বিগত বছর যা ছিল ৮৫০ কোটি টাকা। এই বৃদ্ধির হার ২০ শতাংশ।
PG/AB/AS
(Release ID: 2016994)
Visitor Counter : 83