শিল্পওবাণিজ্যমন্ত্রক
এক বছরে ১ লক্ষ পেটেন্ট অনুমোদন
জিআই নথিভুক্তি তিনগুণ বৃদ্ধি
Posted On:
16 MAR 2024 6:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৪
উদ্ভাবন এবং আর্থিক অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ২০২৪-এর পেটেন্ট সংক্রান্ত নিয়মাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নিয়মাবলীর মাধ্যমে পেটেন্টের বেশ কিছু বিধিনিষেধ আরও সহজ করা হয়েছে। এর ফলে, উদ্ভাবন এবং সৃষ্টিশীলতার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে ‘বিকশিত ভারত’-এর সঙ্কল্প পূরণ করার লক্ষ্যে এই উদ্যোগ আর্থিক বিকাশের পথ ত্বরান্বিত করবে।
এই নিয়মাবলীর কিছু উল্লেখযোগ্য দিক হল :
>উদ্ভাবকদের পেটেন্ট প্রদানের ক্ষেত্রে নতুন ‘সার্টিফিকেট অফ ইনভেন্টরশিপ’ বা উদ্ভাবনশীলতার শংসাপত্রের ব্যবস্থা।
>৮ নম্বর ফর্মে বিদেশি আবেদনপত্র পেশের সময়সীমা ৩ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করা হয়েছে।
>প্রযুক্তির দ্রুত অগ্রগতির কথা বিবেচনা করে আবেদনপত্র পরীক্ষার সময়সীমা ৪৮ মাস থেকে কমিয়ে ৩১ মাস করা হয়েছে।
>ন্যূনতম চার বছরের জন্য পুনর্নবীকরণের ফি ১০ শতাংশ কমানো হয়েছে।
সরকার দেশে আইপি ইকো-সিস্টেমের সম্প্রসারণ এবং প্রশাসনিক কাজের কলেবর বাড়াতে বদ্ধপরিকর।
পেটেন্ট
ভারতে প্রতি ৬ মিনিটে একটি করে প্রযুক্তি আইপি রক্ষাকবচ চাইছে। ২০২৩ সালে ৯০,৩০০টি পেটেন্ট আবেদন জমা পড়েছিল, যা সর্বকালীন রেকর্ড। গত এক বছরে (১৫ মার্চ, ২০২৩ থেকে ১৪ মার্চ, ২০২৪ পর্যন্ত) পেটেন্ট কার্যালয় ১ লক্ষেরও বেশি পেটেন্ট অনুমোদন করেছে।
ভৌগোলিক সূচক
গত এক বছরে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) বা ভৌগোলিক সূচকের নথিভুক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত ভারতে ৫৭৩টি জিআই নথিভুক্ত হয়েছে। ২০২৩-২৪-এ ৯৮টি নতুন জিআই নথিভুক্ত হয়েছিল এবং ২০২৪-এর ৩১ মার্চের মধ্যে আরও ৬২টি নথিভুক্ত করা হবে।
কপিরাইট
২০২৩-২৪ অর্থবর্ষে মোট ৩৬,৩৭৮টি কপিরাইট বা স্বত্ব নথিভুক্ত হয়েছে, যা একটি রেকর্ড। এক্ষেত্রে সচেতনতা বাড়াতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিজাইন
২০২৩-২৪ অর্থবর্ষে সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ মোট ২৭,৮১৯টি ডিজাইন বা নকশা নথিভুক্ত হয়েছে। ১.২৫ লক্ষের বেশি পড়ুয়া ‘টয়কাথন’-এ অংশ নিয়েছিলেন।
ট্রেডমার্ক
ট্রেডমার্কের আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে পরীক্ষার রিপোর্ট ইস্যু করতে বদ্ধপরিকর ট্রেড মার্ক রেজিস্ট্রি।
PG/MP/DM
(Release ID: 2015339)
Visitor Counter : 76