নারীওশিশুবিকাশমন্ত্রক

নারী শক্তি প্রগতির পথে

লিঙ্গ বৈষম্য সারণী ২০২২ – এ ভারত ১৪ ধাপ উন্নীত

Posted On: 14 MAR 2024 1:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ মার্চ, ২০২৪ 


ইউএনডিপি তাদের মানব উন্নয়ন রিপোর্ট ২০২৩/২০২৪ – এ লিঙ্গ বৈষম্য সারণী ২০২২ প্রকাশ করেছে ১৩ মার্চ। এই তালিকা অনুসারে, ১৯৩টি দেশের মধ্যে ভারতের স্থান ১০৮-এ। ২০২১ – এ এই তালিকায় ভারতের স্থান ছিল ১৯১টি দেশের মধ্যে ১২২-এ। এ থেকে দেখা যাচ্ছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ভারত এই সারণীর ১৪ ধাপ ওপরে উঠে এসেছে।
বিগত ১০ বছরে ভারতের ফলাফল ভালো হয়েছে। এ থেকে প্রমাণিত হয়, দেশে লিঙ্গসাম্য বেড়েছে। ২০১৪ সালে লিঙ্গসাম্যের ক্ষেত্রে ভারত ১২৭ নম্বর স্থানে ছিল। বর্তমানে তা হয়েছে ১০৮। 
মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তার ফলাফল এখানে লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘমেয়াদী সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের জন্য সরকার নীতি-নির্ধারণ করছে। নারী শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্ম ক্ষেত্রে নিরাপত্তা, উদ্যোগপতিদের সম্মান প্রদর্শনের মতো বিষয়গুলিতে সরকারের প্রয়াস বিশেষভাবে লক্ষ্য করা গেছে। মহিলা নেতৃত্বাধীন উন্নয়নে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা থেকেও ভালো ফল পাওয়া যাচ্ছে।

PG/PM/SB



(Release ID: 2014669) Visitor Counter : 91