বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের বৃহত্তম বস্ত্র উৎসব ভারত টেক্স ২০২৪-এর সমাপ্তি

Posted On: 01 MAR 2024 12:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ মার্চ , ২০২৪


ভারতের বৃহত্তম বস্ত্র উৎসব ভারত টেক্স ২০২৪, ২৯ শে ফেব্রুয়ারি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারত মন্ডপমে ৪ দিনের এই উৎসবের ২৬ শে ফেব্রুয়ারি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র ভারত থেকেই নয় সারা বিশ্বের নানা প্রান্ত থেকে খ্যাতনামা বস্ত্র সংস্থাগুলি এতে যোগ দেয়। খুচরো এবং প্রথম সারির বিক্রেতারাও এতে যোগদান করেন। 
বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ১১ টি বস্ত্র রফতানি প্রসার পর্ষদের একটি কনসোর্টিয়াম এই বহৎ উৎসবের আয়োজন করে। বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের পাশাপাশি বস্ত্র ক্ষেত্রে সুস্থায়ীত্ব রক্ষা ছিল এর মূল দিক। ৪ দিনের এই অনুষ্ঠানের নীতি নির্ধারকরা ছাড়াও ১১১ টি দেশ, আন্তর্জাতিক স্তরের সিইও, ৩৫০০ প্রদর্শনকারী, ৩০০০ ক্রেতাসংস্থা এতে যোগ দেয়। লক্ষাধিক দর্শক এতে ভিড় জমান। ২০ লক্ষ বর্গ ফিট এলাকা জুড়ে প্রদর্শন স্থলে বস্ত্র ক্ষেত্রে নানা বৈচিত্রকে তুলে ধরা হয়। ভারত মন্ডপম এবং যশোভূমি এই দুই জায়গাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, তেলঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলি থেকে সরকারি প্রতিনিধিরা এতে যোগ দেন এবং রাজ্যগুলি তাদের নিজস্ব প্যাভেলিয়নও এখানে সাজান। কেন্দ্রীয় বস্ত্র, ক্রেতা বিষয়ক, খাদ্য, গণবন্টন এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল সিইও-দের গোলটেবিল বৈঠকে পৌরোহিত্য করেন। বস্ত্রশিল্পের সম্ভাবনাময় দিকগুলি এই আলোচনায় তুলে ধরা হয়। বস্ত্রক্ষেত্রে 
ভারতের ঐতিহ্য নিয়ে ৪ দিন ধরে ফ্যাশন প্রদর্শনীও আয়োজিত হয়। কেন্দ্রীয় সিল্ক পর্ষদ তাদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করে। নানা বৈদেশিক অভ্যাগত থেকে শুরু করে উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা এই বস্ত্র সম্মেলন ঘুরে দেখেন। শেষের দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এই বস্ত্র উৎসবে তাঁর নিজের রাজ্যের প্যাভিলিয়নটি ঘুরে দেখেন। ১০ হাজারেরও বেশি কারিগর এবং নকশা শিল্পের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এতে যোগ দেয়। 
ইন্ডিয়া টেক্স প্রকল্পের মতো বিভিন্ন উদ্যোগের সূচনা হয় এই ভারত টেক্স-এ। গবেষণা, উন্নয়ন, দক্ষতা প্রসার, উদ্যোগ এবং সুস্থায়ীত্বের বিষয়ে ৬৩টি সমঝোতাপত্র এখানে স্বাক্ষরিত হয়েছে। 

 

PG/AB/SG


(Release ID: 2010609) Visitor Counter : 82