সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

রাষ্ট্রপতি আগামীকাল ‘পার্পল ফেস্ট’-এর উদ্বোধন করবেন

Posted On: 25 FEB 2024 10:22AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

 

২০২৪-এর ৮ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত গোয়ায় সফল 'ইন্টারন্যাশনাল পার্পল ফেস্ট’-এর পর ২৬ ফেব্রুয়ারি, ২০২৪-এ রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে একদিনের ‘পার্পল ফেস্ট’- এর আয়োজন করেছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন প্রতিবন্ধীদের ক্ষমতায়ন বিষয়ক দপ্তর। 

এই উৎসবের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এতে অংশ নেবেন ১০ হাজারেরও বেশি দিব্যাঙ্গজন। এই উৎসবের প্রধান উদ্যোক্তা হ’ল, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইন্সটিটিউট ফর পার্সনস্‌ উইথ ফিজিক্যাল ডিজাবিলিটিজ। এই উৎসবের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালাও পরিদর্শনের জন্য দর্শনার্থীদের কাছে জানানো হয়েছে। 

এই উৎসবের লক্ষ্য হ’ল – বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার এমন মানুষদের সম্পর্কে সর্বসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলা, প্রতিবন্ধকতা সম্পর্কে বিভিন্ন সামাজিক ভ্রান্ত ধারণা দূর করা এবং প্রতিবন্ধীদের সমাজের মূলস্রোতে সামিল করা। 

PG/MP/SB



(Release ID: 2008956) Visitor Counter : 63