প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আগামী ১৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী

তিনি সেখানে শিলান্যাস করবেন শ্রী কল্কি ধাম মন্দিরের

১০ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগে রাজ্যে ১৪ হাজারটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি

प्रविष्टि तिथि: 17 FEB 2024 8:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি,২০২৪

 

আগামী ১৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী। 

বেলা ১০-৩০ মিনিট নাগাদ তিনি সম্ভাল জেলার শ্রী কল্কি ধাম মন্দিরের শিলান্যাস করবেন। এই উপলক্ষে ঐ মন্দিরের একটি মডেলের আবরণও তিনি উন্মোচন করবেন এদিন। মন্দিরের শিলান্যাস উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ারও কর্মসূচি রয়েছে। শ্রী কল্কি ধাম মন্দির নির্মাণের দায়িত্ব রয়েছে শ্রী কল্কি ধাম নির্মাণ ট্রাস্ট। আচার্য প্রমোদ কৃষ্ণম হলেন এই ট্রাস্টের চেয়ারম্যান। আয়োজিত অনুষ্ঠানে সাধু-সন্ত এবং ধর্মীয় নেতা সহ আরও অনেক বিশিষ্টজন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এরপর দুপুর ১-৪৫ মিনিটে ১০ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগে উত্তরপ্রদেশে ১৪ হাজারটি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। গত বছর ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ বিশ্ব বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ সম্পর্কিত যে সমস্ত প্রস্তাব রাজ্যে এসেছিল, তার নিরিখে প্রধানমন্ত্রীর এদিনের কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নির্মাণ ও উৎপাদন, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, রিয়েল এস্টেট, আতিথেয়তা শিল্প, বিনোদন এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রস্তাবিত বিনিয়োগের অর্থ ব্যয় করা হবে। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় শিল্পপতি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ সহ প্রায় ৫ হাজার ব্যক্তি এই অনুষ্ঠান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। 


PG/SKD/DM


(रिलीज़ आईडी: 2006930) आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam