প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি রেওয়ারি সফর করবেন
প্রধানমন্ত্রী ৯,৭৫০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন
গুরুগ্রাম মেট্রো রেল প্রকল্প এবং রেওয়ারির এইমস-এর শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী কুরুক্ষেত্রের জ্যোতিসরে নব-নির্মিত ‘অনুভব কেন্দ্র’টির উদ্বোধন করবেন
Posted On:
15 FEB 2024 3:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬ ফেব্রুয়ারি হরিয়ানার রেওয়ারি সফর করবেন। তিনি বেলা ১-১৫ মিনিটে শহরাঞ্চলের পরিবহণ, স্বাস্থ্য, রেল এবং পর্যটন ক্ষেত্রের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মোট আর্থিক মূল্য ৯,৭৫০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী প্রায় ৫,৪৫০ কোটি টাকার গুরুগ্রাম মেট্রো রেল প্রকল্পের শিলান্যাস করবেন। ২৮.৫ কিলোমিটার দীর্ঘ এই রেল প্রকল্পটি মিলেনিয়াম সিটি সেন্টারের সঙ্গে উদ্যোগ বিহার ফেজ-৫-এর মধ্যে যোগাযোগ গড়ে তুলবে। এছাড়াও, সাইবার সিটির কাছে মৌলসারি অ্যাভিনিউ স্টেশনে র্যাপিড মেট্রো রেলের সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। এর ফলে, দ্বারকা এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের সুবিধা হবে। শহরাঞ্চলে পরিবেশ-বান্ধব উন্নত পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার যে পরিকল্পনা প্রধানমন্ত্রী করেছেন, তা বাস্তবায়নে এটি এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।
প্রধানমন্ত্রী দেশজুড়ে জনস্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করে তুলতে আগ্রহী। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে হরিয়ানার রেওয়ারিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর শিলান্যাস করবেন তিনি। রেওয়ারির মাজরা মুশতিল ভালখি গ্রামে ২০৩ একর জমির ওপর এই এইমস গড়ে উঠবে। পুরো প্রকল্প নির্মাণে ব্যয় হবে ১,৬৫০ কোটি টাকা। ৭২০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে ডাক্তারি পাঠক্রমে ১০০ জন ছাত্রছাত্রী পড়তে পারবেন। এছাড়াও, এখানে নার্সিং কলেজে ৬০টি থাকবে। এইমস-এ আয়ুষ ব্লকে ৩০টি বেড থাকবে। এই হাসপাতালে চিকিৎসক এবং শিক্ষাকর্মীদের জন্য বসবাসের ব্যবস্থা থাকবে। এখানে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস, রোগীর পরিজনেদের রাত্রিবেলায় থাকার ব্যবস্থা, গেস্ট হাউজ এবং সভাগৃহও গড়ে তোলা হবে। ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা’র আওতায় রেওয়ারির এইমস হাসপাতালটি গড়ে তোলা হবে। এর ফলে, হরিয়ানার স্বাস্থ্য পরিষেবার সর্বাঙ্গীণ উন্নতি ঘটবে। এই হাসপাতালে কার্ডিওলজি, গ্যাস্ট্রো-এনটেরোলজি, নেফরোলজি, ইউরোলজি, নিউরোলজি, নিউরো-সার্জারি, ক্যান্সারের চিকিৎসা, এন্ডোক্রিনোলজি, পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা সহ ৩৫ রকমের চিকিৎসা করা যাবে। এছাড়াও এখানে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, জরুরিকালীন পরিস্থিতিতে চিকিৎসার ব্যবস্থা, ১৬টি মডিউলার অপারেশন থিয়েটার, ব্লাড ব্যাঙ্ক, পরীক্ষাগার এবং ওষুধের দোকান থাকবে।
প্রধানমন্ত্রী কুরুক্ষেত্রের জ্যোতিসরে নব-নির্মিত ‘অনুভব কেন্দ্র’-র উদ্বোধন করবেন। ২৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সংগ্রহশালাটি ১৭ একর জমির ওপর গড়ে উঠেছে। এখানে মহাকাব্য মহাভারতের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এছাড়াও, শ্রীমদ্ভগবৎ গীতায় জীবন সম্পর্কে বিভিন্ন শিক্ষণীয় যে বিষয়গুলি আলোচিত হয়েছে, তাও স্থান পেয়েছে। এই সংগ্রহশালায় অগমেন্টেড রিয়েলিটি (এআর), থ্রি-ডি লেজার সহ অত্যাধুনিক বিভিন্ন ব্যবস্থাপনায় নানা প্রসঙ্গ দর্শকদের কাছে উপস্থাপিত করা হবে। কুরুক্ষেত্রের পবিত্র জ্যোতিসরে ভগবান কৃষ্ণ ভগবৎ গীতার শাশ্বত বাণী অর্জুনকে শুনিয়েছিলেন।
প্রধানমন্ত্রী একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। যে প্রকল্পগুলির শিলান্যাস করা হবে সেগুলি হল :
২৭.৭৩ কিলোমিটার দীর্ঘ রেওয়ারি-কাঠুয়াবাস রেলপথের দ্বিতীয় লাইন;
২৪.১২ কিলোমিটার দীর্ঘ কাঠুয়াবাস-নারনৌল রেলপথের দ্বিতীয় লাইন;
৪২.৩ কিলোমিটার দীর্ঘ ভিওয়ানি-দোভ ভালি রেলপথের দ্বিতীয় লাইন;
৩১.৫ কিলোমিটার দীর্ঘ মানহেরু-ভাওয়ানি খেরা রেলপথের দ্বিতীয় লাইন।
এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলের রেল পরিকাঠামোর উন্নতি হবে এবং যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন সঠিক সময়ে চলাচল করবে। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ৬৮ কিলোমিটার দীর্ঘ রোহতক-মেহাম-হাঁসি রেলপথটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এর ফলে, রোহতক থেকে হিসার যেতে সময় কম লাগবে। ঐ অনুষ্ঠানে তিনি রোহতক-মেহাম-হাঁসি শাখায় ট্রেন চলাচলের সূচনা করবেন। ফলে, রোহতক এবং হিসার অঞ্চলের রেলযাত্রীরা উপকৃত হবেন।
PG/CB/DM/
(Release ID: 2006857)
Read this release in:
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam