শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি) কর্মচারি ভবিষ্যনিধি তহবিল (ইপিএফ)-এ ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বার্ষিক ৮.২৫ শতাংশ হারে সুদের সুপারিশ করেছে

Posted On: 10 FEB 2024 12:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি,২০২৪

 

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদবের সভাপতিত্বে আজ দিল্লিতে কর্মচারি ভবিষ্যনিধি তহবিল (ইপিএফ)-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি)-এর ২৩৫তম বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে ভাইস চেয়ারম্যান তথা কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি এবং কো-ভাইস চেয়ারপার্সন শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রীমতী আরতি আহুজা এবং সদস্য সচিব শ্রীমতী নীলম শামি রাও উপস্থিত ছিলেন। 

সেন্ট্রাল বোর্ড ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বার্ষিক ৮.২৫ শতাংশ হারে ইপিএফ-এর সুদ দেওয়ার সুপারিশ করেছে।


PG/MP/DM/


(Release ID: 2005134) Visitor Counter : 85


Read this release in: English , Urdu , Hindi , Marathi