অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

আরসিএস উড়ান প্রকল্পে ৫১৯ টি পথে বিমান চলাচল করছে

Posted On: 05 FEB 2024 2:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২৪    


আঞ্চলিক যোগাযোগ প্রকল্প- উড়ে দেশ আম নাগরিক (রিজিওনাল কানেক্টিভিটি স্কিম- আরসিএস) প্রকল্পের আওতায় মোট ৫১৯টি পথে বিমান চলাচল করছে। বর্তমানে এই প্রকল্পে ২টি ওয়াটার এরোড্রোম ও ৯টি হেলিপোর্ট সহ ৭৬টি বিমানবন্দর রয়েছে। এর মধ্যে ৪টি বিমানবন্দরে উড়ান প্রকল্পের বিমান চলাচল করছে। ৯টি বিমানবন্দর/ হেলিপোর্টে উন্নয়নমূলক কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই এখান থেকে বিমান চলাচল শুরু হবে। বাকি বিমানবন্দরগুলিকে ব্যবহারযোগ্য করে তোলার বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে।
বর্তমানে ২টি ওয়াটার এরোড্রোম সহ ১৮টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে। জেট এয়ারওয়েজ, জুম এয়ার, ট্রুজেট, ডেকান এয়ার, এয়ার ওড়িশার মতো কয়েকটি বিমান সংস্থা বন্ধ হয়ে যাওয়া ছাড়াও রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত খরচ, প্রশিক্ষিত পাইলটের অভাব, বিমানের বিভিন্ন যন্ত্রাংশ এবং বিমানের অপ্রতুলতার মতো কারণে বিমানবন্দরগুলি বন্ধ রয়েছে।   
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অসামরিক বিমান প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ডঃ ভিকে সিং। 
PG/CB /SG



(Release ID: 2002997) Visitor Counter : 62