স্বরাষ্ট্র মন্ত্রক

সরকার ‘স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)’-কে আরও পাঁচ বছরের জন্য ইউএপিএ – এর আওতায় ‘অবৈধ সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে

Posted On: 29 JAN 2024 4:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৪ 


সরকার ‘স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)’-কে অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন ইউএপিএ – এর আওতায় ১৯৬৭’র ধার-৩ (১ – এর আওতাধীন) আরও পাঁচ বছরের জন্য অবৈধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। গেজেট অধিসূচনা নম্বর এসও ৫৬৪ (ই) – এর মাধ্যমে সিমির উপর এর আগে ২০১৯ সালের ৩১ জানুয়ারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 
সিমি দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপ ও শান্তি-সম্প্রীতি বিঘ্নিত করে, এমন কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে। সিমির কাজ ভারতের সার্বভৌমত্ব নিরাপত্তা ও অখন্ডতার জন্য ক্ষতিকারক। সিমি এবং এর সদস্যদের বিরুদ্ধে অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন ইউএপিএ – এর ১৯৬৭’র বিভিন্ন ধারানুযায়ী অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার জন্য মামলা দায়ের করা হয়েছে। 

PG/PM/SB



(Release ID: 2000592) Visitor Counter : 54