প্রধানমন্ত্রীরদপ্তর
২৫ জানুয়ারি বুলন্দশহর এবং জয়পুর সফরে প্রধানমন্ত্রী
Posted On:
24 JAN 2024 5:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ জানুয়ারি উত্তরপ্রদেশের বুলন্দশহর এবং রাজস্থানের জয়পুর সফরে যাচ্ছেন। বেলা ১.৪৫ মিনিট নাগাদ বুলন্দশহরে ১৯,১০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি রেল, রাস্তা, তেল ও গ্যাস এবং নগরোন্নয়ন ও আবাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত।
বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রধানমন্ত্রী জয়পুরে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁকে স্বাগত জানাবেন। এরপর ইমান্যুয়েলের সঙ্গে তিনি যন্তরমন্তর, হাওয়া মহল এবং অ্যালবার্ট হল মিউজিয়াম সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থল পরিদর্শন করবেন। বুলন্দশহরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে নিউ খুরজা- নিউ রেওয়ারি বৈদ্যুতিক ১৭৩ কিলোমিটার দীর্ঘ ডবল রেললাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ১ কিলোমিটার দীর্ঘ রেল টানেলের সঙ্গে উঁচু বৈদ্যুতিকরণ ব্যবস্থার জন্য এই করিডরের বিশেষ খ্যাতি রয়েছে। বিশ্বে এই ধরনের ব্যবস্থা এই প্রথম।
প্রধানমন্ত্রী বেশকিছু সড়ক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এরমধ্যে রয়েছে আলিগড় থেকে ভারওয়াস পর্যন্ত ৪ লেনের প্রকল্প, মিরাট-কারনাল সীমান্ত সড়কের সম্প্রসারণ প্রভৃতি। সব মিলিয়ে এইসব প্রকল্পের অর্থমূল্য ৫ হাজার কোটি টাকা, যা সংশ্লিষ্ট এলাকাগুলির যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি আর্থিক অগ্রগতিতে সহায়তা করবে।
সফরকালে প্রধানমন্ত্রী ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইন্ডিয়ান অয়েলের তুন্ডলা-গাওয়ারিয়া পাইপলাইনের সূচনা করবেন। এছাড়া বৃহত্তর নয়ডা সুসংহত শিল্প উপনগরী জাতির উদ্দেশে উৎসর্গ করবেন তিনি।
PG/MP/NS….
(Release ID: 1999393)
Visitor Counter : 64
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam