রাষ্ট্রপতিরসচিবালয়
৭৫তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
Posted On:
24 JAN 2024 4:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৪
৭৫তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আগামীকাল (২৫ জানুয়ারি, ২০২৪) রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ ও দূরদর্শনের প্রতিটি চ্যানেলে প্রথমে হিন্দি ও পরে ইংরেজিতে সন্ধ্যা ৭টা থেকে এই ভাষণ সম্প্রচারিত হবে। এরপর, দূরদর্শনের আঞ্চলিক চ্যানেলগুলিতে আঞ্চলিক ভাষায় ভাষণ সম্প্রচার করা হবে। আকাশবাণীর আঞ্চলিক নেটওয়ার্কগুলিতে রাষ্ট্রপতির ভাষণ আঞ্চলিক ভাষায় শোনা যাবে রাত ৯টা ৩০ মিনিট থেকে।
PG/SD/SB
(Release ID: 1999215)
Visitor Counter : 119