কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ মহিলা সশক্তিকরণ নীতি অনুসরণ করে সিসিএস (পেনশন) আইনে পরিবর্তন আনায় পারিবারিক পেনশনের ক্ষেত্রে মহিলা সরকারি কর্মচারীরা তাদের স্বামীর পরিবর্তে সন্তান/ সন্তানদের মনোনিত করতে পারবেন

Posted On: 02 JAN 2024 12:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ জানুয়ারি, ২০২৩


সিসিএস (পেনশন) আইন ২০২১-এ ৫০ নম্বর ধারার ৮ এবং ৯ উপধারায় সংস্থান রয়েছে একজন সরকারি কর্মী বা পেনশনভোগী মারা গেলে সেক্ষেত্রে প্রথমে পারিবারিক পেনশন পান তার স্ত্রী বা স্বামী। তারা মারা গেলে বা অযোগ্য বিবেচিত হলে পারিবারিক পেনশনের ক্ষেত্রে তাদের সন্তান বা পরিবারের অন্য সদস্যরা যোগ্য বিবেচিত হয়ে থাকেন। 

বিভিন্ন মন্ত্রক বা দফতর থেকে পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগের কাছে জানতে চাওয়া হয় যে একজন মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগী ডিভোর্সের মামলায় পারিবারিক পেনশনে তার স্বামীর পরিবর্তে তার সন্তান/সন্তানদের মনোনিত করতে পারেন কি না। বিশেষত ওই জাতীয় ডির্ভোসের মামলায় ভারতীয় দন্ডবিধিতে বা গার্হস্থ্য হিংসা রোধ আইন বা যৌতুক রোধ আইনে মহিলাদের সুরক্ষার প্রশ্ন যেখানে নিহিত।

আন্তঃমন্ত্রক পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে, ভারতীয় দন্ডবিধিতে, গার্হস্থ্য হিংসা রোধ আইনে বা  যৌতুক রোধ আইনে স্বামীর কাছ থেকে ডিভোর্স চেয়ে মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগী পারিবারিক পেনশনের ক্ষেত্রে তার স্বামীর পরিবর্তে, তার সন্তান  বা সন্তানদের নাম মনোনিত করার অনুরোধ করতে পারেন। সেক্ষেত্রে এই জাতীয় অনুরোধ নিম্নলিখিত ভিত্তিতে বিবেচিত হবে। 

ক. মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগীর আদালতে যেখানে ডিভোর্সের মামলা বকেয়া অথবা তিনি তাঁর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা রোধ আইনে বা  যৌতুক রোধ আইনে বা ভারতীয় দন্ডবিধিতে মামলা করেছেন সেক্ষেত্রে তিনি দফতরের প্রধানের কাছে লিখিতভাবে অনুরোধ জানাতে পারেন, বকেয়া মামলা চলাকালীন তাঁর মৃত্যু হলে সেক্ষেত্রে তাঁর স্বামীর পরিবর্তে যোগ্য সন্তান বা সন্তানদের নাম পারিবারিক পেনশেনর জন্য বিবেচিত হোক। 

খ. এক্ষেত্রে অনুরোধ জানানো  মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগী বকেয়া মামলা চলাকালীন মৃত্যুতে  নিম্নলিখিত উপায়ে পেনশন প্রদান করা হবে। 

১. মামলা চলাকালীন মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগী যদি মারা যান এবং সেক্ষেত্রে তাদের যদি কোনো সন্তান না থাকে তাহলে তার স্বামীকে পারিবারিক পেনশন দেওয়া হবে।
২.  মামলা চলাকালীন মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগী যদি মারা যান এবং সেক্ষেত্রে তাঁর সন্তান যদি নাবালক হয় অথবা মানসিক বা শারীরিক অক্ষমতার শিকার হয় সেক্ষেত্রে তার স্বামী সন্তানদের অভিভাবক হলে তাঁকে পারিবারিক পেনশন দেওয়া হবে। আর তিনি যদি সন্তানদের অভিভাবক না হতে চান সেই সন্তান বা সন্তানদের যিনি প্রকৃত অভিভাবক তাঁকে পারিবারিক পেনশনের জন্য মনোনিত করা হবে সন্তান যতক্ষণ পর্যন্ত না সাবালক হয়ে উঠছে।

৩. মামলা চলাকালীন মৃত মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগী যদি মারা যান সেই সময় যদি তাঁর সন্তান বা সন্তানরা সাবালক হন তাহলে তাদের পারিবারিক পেনশনের জন্য মনোনিত করা হবে। 

৪. দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে সিসিএস (পেনশন) আইনে ৫০ নম্বর ধারা মোতাবেক যে সন্তান বা সন্তানদের নাম পারিবারিক পেনশনে  অন্তর্ভুক্ত হয়েছে তারা অযোগ্য বিবেচিত হলে মৃত মহিলার অন্য সন্তানদের নাম নথিভুক্ত করা হবে। 

৫. সিসিএস (পেনশন) আইনের ৫০ নম্বর ধারায় তাঁর সব সন্তানই যদি এই পারিবারিক  পেনশনের জন্য অযোগ্য বিবেচিত হয় তাহলে ওই মৃত মহিলার স্বামীর মৃত্যু বা পুনর্বিবাহ না হওয়া পর্যন্ত তাকে তা দেওয়া হবে। 

মহিলা সশক্তিকরণের লক্ষ্যে মহিলা কর্মচারী বা পেনশনভোগীদের ক্ষেত্রে এই সংশোধনকে প্রগতিশীল হিসেবে দেখা হচ্ছে।


PG/AB/SG/



(Release ID: 1992364) Visitor Counter : 204