রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতি নীলায়মে পর্যটকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় জায়গার উদ্বোধন রাষ্ট্রপতির

Posted On: 21 DEC 2023 2:14PM by PIB Kolkata

  নতুনদিল্লি ২১ ডিসেম্বর, ২০২৩


রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি নীলায়মে পর্যটকদের জন্য নানা আকর্ষণীয় জায়গার উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে,
- ঐতিহাসিক ফ্ল্যাগ পোস্টের প্রতিরূপ
- ভুট্টা বাগান ও শিশু উদ্যান
- প্রচলিত সেচ ব্যবস্থা ও কূপ সংরক্ষণ
- পাথর ঘেরা ঝর্ণার মাঝে শিব এবং নন্দীর মূর্তি
- নলেজ গ্যালারিতে নতুন সংযোজিত এলাকা
সেগুন কাঠে নির্মিত ফ্ল্যাগ পোস্টটি ৩৬ মিটার(১২০ ফুট)দীর্ঘ। এটি ১৯৪৮ সালে ভারতীয় প্রজাতন্ত্রে হায়দ্রাবাদের সংযুক্তির সাক্ষ্য বহন করছে।
মূল ভবনের সামনে ভুট্টা বাগানে প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো, মৌর্য এক্সোটিকা বা কামিনী ফুলের গাছ। শিশু উদ্যানটি গড়ে উঠেছে কচিকাঁচাদের মনোরঞ্জনের জন্য। 
ত্রিস্তরীয় কূপটি সারা বছর ধরে বর্ষার জল ধরে রাখবে। এটি পর্যটকদের প্রচলিত সেচ ব্যবস্থা, জল সুরক্ষা এবং স্থানীয় সম্পদের সুস্থায়িত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলবে। 
দক্ষিণমুখী বটবৃক্ষের তলে অবস্থিত দক্ষিণামূর্তি শিব এবং পাথর খণ্ডের ওপর নন্দী ষাঁড় পর্যটকদের কাছে আরও একটি আকর্ষণের ক্ষেত্র। 
নলেজ গ্যলারিতে দুটি নতুন এলাকা সংযোজিত হয়েছে। এর একটি হায়দ্রাবাদের সংযুক্তির বিষয় এবং দ্বিতীয়টি রাষ্ট্রপতি ভবন ও ভারতের রাষ্ট্রপতিদের সম্পর্কে তথ্য জোগাবে। 
নলেজ গ্যালারির বাইরে রক পেন্টিং-এ “এক ভারত শ্রেষ্ঠ ভারত” নিয়ে নানা চিত্র খোদাই করা হয়েছে। এতে ধরা পড়েছে বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষা সাফল্য, ঐতিহ্য, বিভিন্ন স্মৃতি স্তম্ভ এবং শিল্পকৃতি।
রাষ্ট্রপতির দক্ষিণাবাসের সময় বাদ দিলে সারা বছরে রাষ্ট্রপতি নীলায়ম পর্যটকদের জন্য খোলা থাকে। পর্যটকরা অন লাইনে  http://visit.rashtrapatibhavan.gov.in. –এ স্পট বুক করতে পারেন। সোমবার এবং সরকারি ছুটির দিনগুলি বাদে সপ্তাহের বাকি ৬ দিন  সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যটকরা তা ঘুরে দেখতে পারেন। প্রবেশের শেষ সময় বিকেল ৪টে। রাষ্ট্রপতি নীলায়মে অভ্যর্থনা কেন্দ্রে সরাসরি গিয়েও স্পট বুকিং করার সুযোগ রয়েছে। 
PG/AB/CS



(Release ID: 1989663) Visitor Counter : 66