নির্বাচনকমিশন
প্রতিবন্ধীদের প্রতি সম্মান প্রদর্শনে রাজনৈতিক দলগুলির জন্য নির্দেশিকা জারি করল ভারতের নির্বাচন কমিশন
प्रविष्टि तिथि:
21 DEC 2023 3:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর, ২০২৩
নির্বাচনী প্রক্রিয়ায় সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্বের মধ্যেই গণতন্ত্রের ভিত্তি নিহিত রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় সমান অংশীদারিত্বের লক্ষ্যে প্রতিবন্ধীদের অংশগ্রহণও সুনিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে কমিশন। প্রতিবন্ধীদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে এই প্রথম রাজনৈতিক দলগুলি এবং তাদের প্রতিনিধিদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
প্রতিবন্ধীদের প্রতি অবমাননাকর বা আপত্তিজনক ভাষা ব্যবহারের ক্ষেত্রে কমিশন রাজনৈতিক দলগুলিকে সতর্ক করে দিয়েছে। বোবা, কালা, পাগল, অন্ধ, কানা প্রভৃতির মতো শব্দ হামেশাই ব্যবহারের নজির রয়েছে। নির্বাচনী সভা বা প্রচারে এ ধরনের অবমাননাকর শব্দের ব্যবহার এড়ানোর ব্যাপারে কমিশন সতর্ক করে দিয়েছে।
জনসভা, কোনো নিবন্ধ বা রাজনৈতিক প্রচারে দলগুলি প্রতিবন্ধীদের প্রতি কোনো অসম্মানজনক শব্দের ব্যবহার করতে পারবে না। এ ধরনের ভাষা, শব্দ, অবমাননাকর বা প্রতিবন্ধীদের প্রতি অসম্মানজনক কিছু করলে, প্রতিবন্ধী অধিকার রক্ষা আইন, ২০১৬-র ৯২ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক মাধ্যমে পোস্ট, বিজ্ঞাপন এবং প্রেস রিলিজে অবমাননাকর শব্দ ব্যবহারের ব্যাপারে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন।
PG/MP/NS
(रिलीज़ आईडी: 1989455)
आगंतुक पटल : 123