পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রাম পঞ্চায়েতগুলির ডিজিটাইজেশন

प्रविष्टि तिथि: 13 DEC 2023 1:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২৩

 

দেশে ২,৬৯,০৭৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২,২৬,০৬৩টি গ্রাম পঞ্চায়েতে কম্পিউটার বসানোর কাজ শেষ হয়েছে। 

পঞ্চায়েত রাজ্য তালিকার অন্তর্গত। তাই, গ্রাম পঞ্চায়েতগুলিকে কম্পিউটার দেওয়া রাজ্যগুলির দায়িত্ব। তবে, রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান-এর আওতায় ২০২২ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে গ্রাম পঞ্চায়েতে কম্পিউটার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়াও, পঞ্চদশ অর্থ কমিশনের এ সংক্রান্ত বরাদ্দ করা এক তহবিলের মাধ্যমে গ্রামাঞ্চলের স্বশাসিত সংস্থাগুলিতে কম্পিউটার-চালিত ব্যবস্থাপনা শুরু করার সংস্থান রয়েছে। 

টেলিযোগাযোগ দপ্তর দেশের সব গ্রাম পঞ্চায়েতে ভারত নেট প্রকল্পের মাধ্যমে ব্রডব্যান্ড সংযোগ গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। আজ পর্যন্ত ২ লক্ষ ১২ হাজার গ্রাম পঞ্চায়েতে ভারত নেট-এর মাধ্যমে ব্রডব্যাঙ্ক সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। ২০২১-এর ৩০ জুনের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে ব্রডব্যান্ডের মাধ্যমে সংযুক্ত করা হবে। 

দেশের ২,১২,১০১টি গ্রামে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে গেছে, যার মধ্যে ৬১,২৪১টি গ্রামের বাসিন্দারা পরিষেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পশ্চিমবঙ্গে ২,৯০৯টি গ্রামে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ১,৯০৪টি গ্রামে এই পরিষেবা ব্যবহার করা যাচ্ছে। ত্রিপুরায় ৭৭১টি গ্রামে এবং আসামে ১,৬৪০টি গ্রামে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এই রাজ্য দুটিতে যথাক্রমে ৩৪৫টি এবং ৪৮৬টি গ্রামের মানুষ এই পরিষেবার সুযোগ পাচ্ছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ৮১টি গ্রামে এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। তার মধ্যে ৬১টি গ্রামের মানুষ ব্রডব্যান্ডের সুবিধা কাজে লাগাতে পারছেন। 

PG/CB/DM


(रिलीज़ आईडी: 1985934) आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Tamil