প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং দিল্লির রাজঘাটের কাছে মহাত্মা গান্ধীর ১০ ফুট দীর্ঘ মূর্তির উদ্বোধন করেছেন
Posted On:
10 DEC 2023 3:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ ডিসেম্বর, ২০২৩
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ১০ ডিসেম্বর, ২০২৩-এ দিল্লির রাজঘাটের কাছে গান্ধী দর্শনে মহাত্মা গান্ধীর ১০ ফুট দীর্ঘ মূর্তির উদ্বোধন করেছেন। জাতির জনক যিনি বিদেশী শাসনের হাত থেকে ভারতকে মুক্ত করতে প্রধান ভূমিকা নিয়েছিলেন এবং সমাজের দুর্বল শ্রেণী যাতে সম্ভ্রমের সঙ্গে জীবনযাপন করতে পারে তার জন্য কাজ করেছিলেন, তাঁর প্রতি এই মূর্তি যথার্থ শ্রদ্ধার্ঘ্য বলে প্রতিরক্ষা মন্ত্রী উল্লেখ করেন তাঁর ভাষণে।
শ্রী রাজনাথ সিং বলেন, ‘মহান স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি শক্তিশালী, উন্নত এবং এবং স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকার জাতির জনকের পদাঙ্ক অনুসরণ করে চলেছে। জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং স্বচ্ছ ভারতের মধ্যে কর্মসূচিগুলি এই ভাবনার উপরই ভিত্তি করে তৈরি।’ তিনি বলেন, মহাত্মা গান্ধী প্রতিটি ভারতীয়ের মনে চিরকাল থেকে যাবেন। মার্টিন লুথার কিংজুনিয়র এবং নেলসন ম্যান্ডেলার মতো মহান নেতা তাঁর আদর্শ ও দর্শন থেকে অনুপ্রেরণা নিয়েছেন তাঁদের দেশের মানুষের ভালোর জন্য।
মহাত্মা গান্ধী, বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকর এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতো বিপ্লবী যাঁরা দেশপ্রেম এবং দায়বদ্ধতার সঙ্গে প্রান্তিক শ্রেণীর উন্নতির জন্য কাজ করেছেন তাঁদের স্মরণ করেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, “এই মহান ব্যক্তিগণ আমাদের সরকারের আলোকবর্তিকা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর আদর্শ গড়ে উঠেছে তাঁদের স্বপ্নের উপর। আমাদের আদর্শ শান্তি, সামাজিক সম্প্রীতি, একতা এবং উন্নয়নের ভিত্তিতে পরিবর্তন আনা।”
শ্রী রাজনাথ সিং বলেন, সরকারের সবসময় লক্ষ্য ছিল পরিকল্পিতভাবে অগ্রগতি যার জন্য ভারত বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। তিনি বলেন, গান্ধীজি শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, ছিলেন একজন অর্থনীতির দ্রষ্টা, যিনি বিশ্বাস করতেন, ‘একজনের প্রয়োজন মেটানোর জন্য বিশ্বের যথেষ্ট সম্পদ আছে কিন্তু প্রত্যেকের লোভ মেটানোর জন্য তা যথেষ্ট নয়।’ তিনি বলেন, “যবে থেকে আমাদের সরকার ক্ষমতায় এসেছে, শুধুমাত্র দুর্বল শ্রেণী মানুষের উন্নতিতেই আমাদের প্রয়াস সীমাবদ্ধ ছিল না। তাদের ক্ষমতায়নের জন্যও আমরা প্রয়াস করেছি। সর্বশ্রেণীর একইরকম উন্নতি হলে তবেই দেশের নিরাপত্তার ছবিটি আরও জোরালো হয়ে উঠবে।”
প্রান্তিক শ্রেণীকে সরকার তাদের প্রাপ্য গুরুত্ব দিয়েছে জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তারা এখন প্রতিটি ক্ষেত্রে ছাপ ফেলছে। তিনি একটি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উল্লেখ করেন, যা ফিকি-র নিয়ম মেনে দুর্বল শ্রেণীর জন্য স্থাপন করা হয়েছে। এর সদস্য সংখ্যা ১০ হাজারের বেশি। তিনি জানান, ভারতীয় অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, দেশে প্রান্তিক শ্রেণী সবচেয়ে বড় প্রত্যাশাকাঙ্ক্ষী শ্রেণী। তাদের চিহ্নিত করতে পুরনো নাম এবং শব্দের বদলের উপর জোর দেন, যাতে এই শ্রেণীর প্রত্যাশাকে তুলে ধরা যায়।
শ্রী রাজনাথ সিং আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়, যাতে তারা দেশ গঠনে পুরুষদের মতোই সমান অবদান রাখতে পারে। তিনি বলেন, “একটা সময় ছিল যখন মেয়েদের অবলা বলা হতো কিন্তু এখন অবলার বদলে শক্তি বলা হয়। যেহেতু আমরা আমাদের মহিলাদের প্রকৃত শক্তি উপলব্ধি করতে পেরেছি। তারা শুধুমাত্র নির্বাচিত হচ্ছেন এবং রাজনীতিতে প্রবেশ করছেন তাই নয়; তাঁরা মাতৃভূমিকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীতে যোগ দিচ্ছেন। নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হয়েছে, যাতে মহিলাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা যায়। অবলা নারী থেকে নারী শক্তি একটি রূপান্তরকারী যাত্রা।”
প্রতিরক্ষা মন্ত্রী পুনঃআশ্বস্ত করে জানান, সরকার দেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যেতে দায়বদ্ধ। তিনি বলেন, এটাই হবে মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য।
PG/AP/SKD
(Release ID: 1985110)
Visitor Counter : 127