কৃষিমন্ত্রক

মিলেট উৎপাদনে উৎসাহদান

Posted On: 05 DEC 2023 6:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২৩

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভা (ইউএনজিএ) ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে চিহ্নিত করেছে। ২০২২-২৩ সালে দেশে মিলেটের (শ্রী অন্ন) মোট উৎপাদনের পরিমাণ হল ১ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার টন। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলওয়াড়ি মিলেট উৎপাদনের পরিমাণ সংযোজনী-১–এ দেওয়া হল। http://(https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/dec/doc2023125278801.pdf) 

আন্তর্জাতিক মিলেট বর্ষ উদযাপন, এর লক্ষ্য অর্জন এবং মিলেটের প্রসারের কাজে ভারত সরকার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে অন্তর্ভুক্ত করেছে। মিলেটের (শ্রী অন্ন) উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ২৮টি রাজ্যের সব জেলা এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল (জম্মু-কাশ্মীর ও লাদাখ)-এ জাতীয় খাদ্য নিরাপত্তা মিশনের আওতায় পুষ্টিকর খাদ্যশস্যের একটি প্রকল্প হাতে নিয়েছে। এনএফএসএম-নিউট্রি সিরিয়াল নামে এই প্রকল্পে শস্য উৎপাদন ও তার সুরক্ষার প্রযুক্তি, শস্য পদ্ধতির আবর্তন, নতুন প্রজাতির বীজ ও হাইব্রিড বীজের উৎপাদন ও বন্টন, সমন্বিত পুষ্টি ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণের কৌশল, উন্নত কৃষি সরঞ্জামের ব্যবহার, জল সংরক্ষণের যন্ত্রপাতি, দক্ষতা বৃদ্ধি প্রভৃতির জন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভারতকে ‘শ্রী অন্ন’-এর এক বিশ্বজনীন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেটস রিসার্চ (আইআইএমআর)-কে উৎকর্ষ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এই প্রতিষ্ঠান জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মিলেট নিয়ে গবেষণা চালাবে। এসংক্রান্ত প্রযুক্তি ও অনুশীলন সকলের কাছে পৌঁছে দেবে। 

২০২২-২৩ সালে এনএফএসএম-নিউট্রি সিরিয়াল প্রকল্পে কেন্দ্র বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কত অর্থ সাহায্য দিয়েছে তা সংযোজনী-২–তে দেওয়া হল। http://(https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/dec/doc2023125278901.pdf)

লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই তথ্য জানিয়েছেন।

PG/SD/SKD



(Release ID: 1982986) Visitor Counter : 96


Read this release in: English , Urdu , Hindi , Telugu